ডায়লগই সার, নিয়োগ দুর্নীতিতে সোমবার আদালতে কোনও রিপোর্ট জমা দিতে পারল না CBI

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ফিল্মি ডায়লগ ঝেড়ে ফের একবার পিছু হঠল সিবিআই। সোমবার আদালতে দুর্নীতির ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ হাজির করবে বলেও পিছু হঠল তারা। সিবিআইয়ের এই আচরণে ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ফের মামলাটির শুনানি হবে তাঁর এজলাসে।

গত সপ্তাহে নিয়োগ দুর্নীতির মামলার শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী এজলাসে বলেছিলেন, ‘১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-এর সমান দুর্নীতি প্রকাশ্যে আনব’। সিবিআই কী প্রকাশ করে তার পর থেকে সবার নজর ছিল সেদিকে। সোমবার আদালেত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সাংবাদিকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। কিন্তু মোক্ষম সময়ে সিবিআইয়ের আইনজীবী জানিয়ে দেন, আজ রিপোর্ট জমা দিতে পারছেন না তাঁরা। বদলে সংক্ষিপ্ত একটি রিপোর্ট তারা পেশ করবে।

এদিন আদালতে বিচারপতি প্রশ্ন করেন, ওয়াল্ড ট্রেড সেন্টারের কী হল? জবাবে সিবিআইয়ের আইনজীবী আদালতকে বলেন, ‘৯ সেপ্টেম্বর শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়নি, স্বামী বিবেকানন্দ ওই দিন শিকাগো বক্তৃতা রেখেছিলেন।’ সিবিআইয়ের এই সাফাই মোটেও মনে ধরেনি বিচারপতির। তিনি বলেন, ‘এভাবে কতদিন চলবে? আপনাদের তো কিছু একটা করতে হবে। নইলে আপনাদের ওপর থেকে মানুষের ভরসা উঠে যাবে।’

জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। তদন্তকারীদের হাতে যথেষ্ট তথ্য রয়েছে। SSC দুর্নীতির পাশাপাশি প্রাথমিকে দুর্নীতিতে কী ভাবে পার্থ ও মানিক প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ লোপাট করেছেন সব আদালতকে জানাব আমরা।’

সিবিআইয়ের আইনজীবী জানান, মঙ্গলবার আদালতে সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করা হবে। বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে পরে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।