আচার্য বিল আটকে রেখে সাংবিধানিক সংকট তৈরি করেছেন রাজ্যপাল, হাইকোর্টে হল মামলা

Advertisement

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য – রাজ্যপাল টানাপোড়েনের মধ্যেই কলকাতা হাইকোর্টে রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হল মামলা। জনৈক আইনজীবীর দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে নিয়োগের যে বিল বিধানসভায় পাশ হয়েছে তা আটকে রেখে সাংবিধানিক সংকট তৈরি করছেন রাজ্যপাল। এই মামলায় রাজ্যপালের হলফনামা তলব করেছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চ।

মামলাকারীর দাবি, গত বছর জুন মাসে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসাবে নিয়োগ সংক্রান্ত বিল বিধানসভায় পাশ হয়। কয়েক দিনের মধ্যে সেই বিল পাঠানো হয় রাজ্যপালকে। এক্ষেত্রে রাজ্যপাল বিলে সম্মতি দিতে পারেন, বা বিলটি বিধানসভায় ফেরত পাঠাতে পারেন, অথবা বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। বিল তাঁর কাছে যাওয়ার পর ১ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও রাজ্যপাল এই তিন পদক্ষেপের কোনওটিই নেননি। যার ফলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।

এই মামলায় এদিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, এক্ষেত্রে রাজ্যপালকে নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনও একটি সিদ্ধান্ত নিতে অনুরোধ করার অধিকার আদালতের রয়েছে কি না তা জানা প্রয়োজন। সেক্ষেত্রে হ্যাঁ, না বা নিরপেক্ষ যে কোনও একটি সিদ্ধান্ত জানাবেন রাজ্যপাল। তাতে জটিলতা নিরসন হবে। একথা জানিয়ে রাজ্যপালের কাছে হলফনামা চেয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৬ অক্টোবর।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।