Snake in the Train: হাওড়া থেকে আসা চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিলেন সাপুড়ে,আতঙ্কে বাথরুমে লুকোলেন যাত্রীরা

Advertisement

রেলযাত্রা মানেই নানা ধরনের বিচিত্র ঘটনা। আর উত্তরপ্রদেশের চম্বল এক্সপ্রেসে যা হল তা এককথায় ভয়াবহ! শনিবার সন্ধ্যাবেলার ঘটনা। সূত্রের খবর, চারজন সাপুড়ে সাপ নিয়ে উঠেছিল ট্রেনে। সাধারণত তাঁরা সাপের খেলা দেখিয়ে টাকা উপায় করেন। কিন্তু সারাদিন সেভাবে উপায় কিছু হয়নি। তার উপর যাত্রীদের সঙ্গে ঝামেলা। এনিয়ে মেজাজ হারিয়ে ফেলেন তারা। এরপর যাত্রীদের সঙ্গে তাদের ঝগড়া বেঁধে যায়। এরপরই তারা সাপ ছেড়ে দেয় ট্রেনের মধ্য়েই। এর জেরে যাত্রীদের মধ্য়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রায় আধ ঘণ্টা ধরে ট্রেনের মধ্য়েই হইচই পড়ে যায়। একে তো জেনারেল কামরা। একেবারে ভিড়ে ঠাসা অবস্থা। তার উপর ট্রেনের মধ্যে সাপ ছেড়ে দিয়েছে সাপুড়েরা। কামরায় সাপ। আর চলন্ত ট্রেন থেকে লাফ মারলে সাক্ষাৎ মৃত্যু। তার জেরে এবার কী করবেন ভেবে পাননি অনেকেই।

একাধিক যাত্রী আতঙ্কে ট্রেনের বাথরুমে ঢুকে পড়েন। হিন্দুস্তান টাইমস সূত্রে খবর, ধীরজ কুমার নামে এক যাত্রী জানিয়েছেন, ট্রেনটি হাওড়া থেকে গোয়ালিয়র যাচ্ছিল। বান্দা স্টেশনে ওই সাপুড়েরা ট্রেনে ওঠে। তারা ট্রেনে উঠে সাপ খেলা দেখাচ্ছিল। সাপটি ঝুড়ি থেকে বেরিয়ে মাথা তুলছিল। এদিকে খেলা দেখানোর পরে তারা যাত্রীদের কাছ থেকে টাকা চান। কিন্তু যাত্রীদের অনেকেই টাকা দিতে চাননি। এরপরই রেগে যান সাপুড়েরা।

ওই যাত্রী বলেন, কিছু যাত্রী টাকা দিয়েছিলেন। কিন্তু কয়েকজন যাত্রী টাকা দেননি। এরপরই তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান। এরপরই তারা ঝাঁপি উপুড় করে দেন। আর তারপরই ঝুড়ি থেকে সাপ বেরিয়ে পড়ে। এরপরই লাফালাফি শুরু করে দেন যাত্রীরা। এমনকী কয়েকজন কন্ট্রোল রুমেও ফোন করে ফেলেন।

তবে এবার ব্যাপারটি অন্য় দিকে মোড় নিচ্ছে এটা বুঝতে পেরে সাপুড়েরা সাপ ধরে ট্রেন থেকে দ্রুত নেমে পড়েন। তবে জিআরপি জানিয়েছে সাপগুলি কাউকে কামড়ায়নি। সাপ গুলি ধরে তারা নেমে পড়ে ট্রেন থেকে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।