king khan replies to little fan mehr on twitter – News18 Bangla

Advertisement

মুম্বই: ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’! আসমুদ্র হিমাচল বাদশার যাদুতে মজে! কিং খান আজ আর শুধুই অভিনেতা নন, তিনি ইনস্টিটিউশন! তাঁকে পছন্দ করা যায়, অপন্দ করা যায়, কিন্তু উপেক্ষা করা যায় না! তাঁর ফ্যান কোনও নির্দিষ্ট বয়স গণ্ডিতে আটকে নেই। আবাল-বৃদ্ধ-বণিতা শাহরুখ ম্যাজিকে বিভোর! তাঁর অগন্তু ফ্যানের তোই এক ছোট্ট ফ্যান মেহর! ফুটফুটে একরত্তি এক মেয়ে! সদ্য শাহরুখের উদ্দেশ্যে তাঁর মেসেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিং খান-ও ফিরিয়ে দেননি মেহর-কে। মিটিয়েছেন মেহরের আবদার।

মেহর-এর ভিডিওটি ট্যুইটারে কিং খানের সোশ্যাল হ্যান্ডেল @iamsrk-তে শেয়ার করেছেন তার বাবা ধ্রুব ভাটনাগর। তিনি লেখেন, ” @iamsrk মেহরের ছোট্ট ডায়েরিতে একটা পাতা ফাঁকা রয়েছে। পাতাটা আপনার জন্য, সেইদিন যেদিন এসআরকে রিপ্লাই দেবে, সেদিন মেহর ওই পাতাটা ভরাবে। মেহর আপনার বিশাল ফ্যান।”

Published by:Rukmini Mazumder

First published:

Tags: Jawaan

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।