মুম্বই: ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’! আসমুদ্র হিমাচল বাদশার যাদুতে মজে! কিং খান আজ আর শুধুই অভিনেতা নন, তিনি ইনস্টিটিউশন! তাঁকে পছন্দ করা যায়, অপন্দ করা যায়, কিন্তু উপেক্ষা করা যায় না! তাঁর ফ্যান কোনও নির্দিষ্ট বয়স গণ্ডিতে আটকে নেই। আবাল-বৃদ্ধ-বণিতা শাহরুখ ম্যাজিকে বিভোর! তাঁর অগন্তু ফ্যানের তোই এক ছোট্ট ফ্যান মেহর! ফুটফুটে একরত্তি এক মেয়ে! সদ্য শাহরুখের উদ্দেশ্যে তাঁর মেসেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিং খান-ও ফিরিয়ে দেননি মেহর-কে। মিটিয়েছেন মেহরের আবদার।
মেহর-এর ভিডিওটি ট্যুইটারে কিং খানের সোশ্যাল হ্যান্ডেল @iamsrk-তে শেয়ার করেছেন তার বাবা ধ্রুব ভাটনাগর। তিনি লেখেন, ” @iamsrk মেহরের ছোট্ট ডায়েরিতে একটা পাতা ফাঁকা রয়েছে। পাতাটা আপনার জন্য, সেইদিন যেদিন এসআরকে রিপ্লাই দেবে, সেদিন মেহর ওই পাতাটা ভরাবে। মেহর আপনার বিশাল ফ্যান।”
Thank u Mehr!!!! Love u too!!! Your page does not have to be blank anymore…. Keep smiling little one!!! Big hug!!! https://t.co/HHD5TaF7Bk
— Shah Rukh Khan (@iamsrk) September 11, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jawaan