লাইভ আপডেটস
Updated: 10 Sep 2023, 02:00 PM IST
Mohun Bagan SG vs Peerless SC: সুপার সিক্সে ওঠার লড়াইয়ে মোহনবাগানের সামনে আজ পিয়ারলেস চ্যালেঞ্জ। এই ম্যাচের যাবতীয় খুঁটিনাটি খবর জানতে হলে চোখ রাখুন HT বাংলার লাইভ আপডেটে।
ঘরোয়া লিগের গ্রুপ পর্বে মোহনবাগানের আর বাকি তিনটি ম্যাচ। পিয়ারলেস, মহামেডান এবং ডায়মন্ড হারবার। লিগের পরবর্তী পর্বে যেতে হলে বাগানকে তিনটি ম্যাচই ফাইনাল ধরে নিয়ে এগোতে হবে। তা না হলে লিগের সুপার সিক্স পর্বে যাওয়াটা কার্যত অসম্ভব হয়ে পড়বে। আজ রবিবার সেই তিন ম্যাচের প্রথম লড়াইয়ে সবুজ-মেরুনের প্রতিপক্ষ পিয়ারলেস।
বাস্তব উবাচ
কলকাতা লিগে মোহনবাগান কোচের দায়িত্বে থাকা বাস্তব রায় ম্যাচের আগে বলছেন, ‘আমাকে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে যেতে হবে। আগামী তিনটে কঠিন ম্যাচ আমার কাছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সমান। আমাদের সব ম্যাচ জিততে হবে।’
গ্রুপ-‘এ’র হাল
কলকাতা লিগের গ্রুপ-‘এ’তে এখন শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট তারা ইতিমধ্যে সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। একটি ম্যাচ এখনও তাদের বাকি রয়েছে। দুইয়ে থাকা ডায়মন্ডহারবার এফসি-র আবার ১১ ম্যাচে ২৬ পয়েন্ট। তাদেরও একটি ম্যাচ বাকি। তিনে রয়েছে কালীঘাট এমএস। ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট তাদের। চারে রয়েছে আর্মি রেড। তাদের ১২ ম্যাচে ২১ পয়েন্ট। পাঁচে থাকা মোহনবাগানের পয়েন্ট ৯ ম্যাচে ২০। আর পিয়ারলেস রয়েছে ছয়ে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২০। কালীঘাট বা আর্মির আর কোনও ম্যাচ বাকি নেই। মোহনবাগানের বিরুদ্ধে পিয়ারলেস জিতলেও কালীঘাটকে টপকাতে পারবে না। তাই তাদের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু কালীঘাটকে টপকানোর বড় সুযোগ রয়েছে মোহনবাগানের সামনে। তাই আজ পিয়ারলেস ম্যাচে জয় দিয়েই সেই লক্ষ্যের দিকে এগোতে মরিয়া বাগান ব্রিগেড।
মোহনবাগানের সামনে মরণ-বাঁচন লড়াই
গ্রুপ-‘এ’র এখন পাঁচে রয়েছে মোহনবাগান। মোহনবাগানের আর বাকি তিনটি ম্যাচ। পিয়ারলেস, মহামেডান এবং ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। লিগের পরবর্তী পর্বে যেতে হলে বাগানকে তিনটি ম্যাচই ফাইনাল ধরে নিয়ে এগোতে হবে। তা না হলে লিগের সুপার সিক্স পর্বে যাওয়াটা কার্যত অসম্ভব হয়ে পড়বে। আজ রবিবার সেই তিন ম্যাচের প্রথম লড়াইয়ে সবুজ-মেরুনের প্রতিপক্ষ পিয়ারলেস। আর তিনটে ম্যাচ জিতলেই কোনও দ্বিধা না করে মোহনবাগান সুপার সিক্সে হাসতে হাসতে উঠে পড়বে।
বন্ধ করুন