Jawan 2-Jairam Ramesh: ‘মোদী সরকারের সাহস আছে গদর ২-র পর সংসদে জওয়ান দেখানোর’? তোপ দাগলেন কংগ্রেস এমপি জয়রাম রমেশ

Advertisement

কখনও বিক্রম রাঠৌর, কখনও বা সে আজাদ হয়ে ৭০এমএম-এর স্ক্রিনে ধরা দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে তার হুংকার ও সাধারণ মানুষের প্রাপ্য ন্যায়ের পক্ষে সওয়াল দেখ সিটি-তালিতে ভরে যাচ্ছে হল। কথা হচ্ছে অ্যাটলির নায়ক ‘জওয়ান’ শাহরুখ খানের। গোটা বিশ্ব এখন ‘জওয়ান’ জ্বরে আক্রান্ত। ৫৭-র তরুণ তুর্কি শাহরুখ খান বুঝিয়ে দিয়েছেন কেন ‘মাস হিরো’ তিনি। আরও পড়ুন- ‘বাকিদের সুইস ব্যাঙ্কের কালো টাকাও…’, ‘জওয়ান ২’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন শাহরুখ?

এবার শাহরুখের ছবি নিয়ে রাজনৈতিক তরজা শুরু। কারণ এন্টারটেনমেন্টের মিশেলে তৈরি হলেও এই ছবি প্রতিবাদের এক জ্বলন্ত প্রতীক। ‘জওয়ান’ কথা বলে কালো টাকা নিয়ে, দুর্নীতি নিয়ে, কৃষকদের আত্মহত্যা নিয়ে, সরকারি হাসপাতালের বেহাল দশা নিয়ে। ‘জওয়ান’কে হাতিয়ার করে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানালেন কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ। মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর প্রশ্ন, ‘গদর ২-এর পর পার্লামেন্টে কি জওয়ান দেখানো হবে?’

এক্স প্ল্যাটফর্মে জয়রাম রমেশ লেখেন- ‘গদর ২ তো নতুন পার্লামেন্ট বিল্ডিং-এ কিছুদিন আগেই প্রদর্শিত হয়েছে। মোদী সরকারের কি সাহস আছে সেখানে জওয়ান দেখানোর?’

১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি কাল্পনিক কাহিনি গদর ২। পাকিস্তান বিরোধিতায় সুড়সুড়ি দিয়ে জাতীয়বাদ জাগিয়ে তুলতে সানির ছবিকে হাতিয়ার করছে বিজেপি অভিযোগ বিরোধিদের। সানি দেওল আবার শাসকদলের সাংসদও বটে। সে জায়গায় ‘জওয়ান’-এর রন্ধ্রে রন্ধ্রে রয়েছে দেশপ্রেমের কথা, কিন্তু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেশপ্রেমের কথা বলে জওয়ান। 

তিনদিন ধরে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত গদর ২-র স্ক্রিনিং চলেছে লোকসভায়। প্রথম প্রদর্শনী হয়েছিল গত ২৫শে অগস্ট। পার্লামেন্টের অন্দরে প্রথমবার ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল গদর ২-এর হাত ধরে। 

‘জওয়ান’-এর একাধিক সংলাপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খানের চরিত্র চিৎকার করে সেখানে বলছে- ‘যে নেতারা আপনার থেকে ভোট চাইছে, তাদের আপনি প্রশ্ন করুন আগামী পাঁচ বছর তারা আপনার জন্য কী করবে?’

গত ৭ই সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’। ছবিতে প্রথমবার কিং খানের নায়িকা হিসাবে দেখা মিলেছে নয়নতারা। এটাই দক্ষিণী সুন্দরীর প্রথম বলিউড ছবি। এছাড়াও এই ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রারা। ক্যামিও অ্যাপিয়ারেন্সে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্তরা। মাত্র তিনদিনেই বিশ্ব বক্স অফিসে ৩৫০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।