Didi No.1: রচনা কিংবা দেবশ্রী নন, দিদি নম্বর ওয়ানের প্রথম সঞ্চালিকা ছিলেন ছোটপর্দার ‘এই’ জনপ্রিয় অভিনেত্রী… চেনেন?

Advertisement

কলকাতা: বাঙালির বিকাল মানেই যেন দিদি নম্বর ওয়ান। আট থেকে আশি, সবাই ভক্ত এই টিভি রিঅ্যালিটি শোয়ের। দেবশ্রী রায় বা জুন মালিয়ার মতো অনেক অভিনেত্রীই এই শো-এর সঞ্চালনা করেছেন। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘ সময় ধরে এই শোয়ের সঞ্চালনা কিন্তু কেউ করেননি।

সময়ের সঙ্গে সঙ্গে যেন রচনাই হয়ে উঠেছেন দিদি নম্বর ওয়ান। তাঁর প্রাণখোলা হাসি, শোয়ে আসা দিদিদের দুঃখের কথা শুনে কেঁদে ফেলা- সব কিছুর সঙ্গেই নিজেকে একাত্ম করে ফেলেছেন বাঙালী। জীবনের নানা কঠিন সময়ের গল্প শোনাতেই এখানে আসেন মহিলারা। আসে শিশুরাও। তাদের সঙ্গে তাদের মতো করেই মেতে ওঠেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। আবার সেলিব্রিটিদের নিয়ে হয় নানা মজার পর্ব।

তবে দিদি নম্বর ওয়ানের প্রথম সঞ্চালিকা কিন্তু রচনা ছিলেন না। বরং এই শো শুরু হয়েছিল অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়ের হাত ধরেই। পারিবারিক সমস্যার কারণে মাত্র একটি সিজন করেই বিরতি নেন তিনি। পরে অবশ্য প্রতিযোগী হিসাবে বহুবার এসেছেন তিনি। সম্প্রতি দিদি নম্বর ওয়ানে সেলিব্রিটিদের নিয়ে একটি মজার এপিসোড হয়। সেখানেও দেখা যায় পুষ্পিতাকে। নানান ঘটনা শেয়ার করেন।

কিছু সময়ের জন্য দেবশ্রী রায়ও এই শোয়ের সঞ্চালনা করেছেন। তবে জনপ্রিয় থেকে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ই।

Published by:Rachana Majumder

First published:

Tags: Didi no 1, Rachana Banerjee

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।