কলকাতা: টলিপাড়ার আরও এক নায়িকা এবার পাড়ি দিচ্ছেন ভিনরাজ্যে। বলিউড নয়, এবার একেবারে দক্ষিণী সুপারস্টারের সঙ্গে দেখা যাবে বঙ্গতনয়াকে। তিনি সৃজলা গুহ। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাবে, রানা দগ্গুবতির সঙ্গে পর্দা ভাগ করে নেবেন ‘মন ফাগুন’-এর পিহু। সূত্রের খবর, নেটফ্লিক্সের নতুন একটি ওয়েব সিরিজে তাঁকে কাস্ট করা হয়েছে। খবরের সত্যতা যাচাই করতে অভিনেত্রী সৃজলাকে যোগাযোগ করে কোনও উত্তর মেলেনি।
মাসখানেক আগে রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে তাঁকে কাস্ট করা নিয়ে কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল শোলাঙ্কি রায়ের পরিবর্তে সৃজলাকে বেছে নেওয়া হয়েছিল। এই সমস্ত বিতর্ক পেরিয়ে অবশেষ তাঁর নতুন কাজ নিয়ে খবর পাওয়া যাচ্ছে। যদিও নায়িকা বা নির্মাতাদের তরফে এই খবরে কোনও শিলমোহর পড়েনি।
আরও পড়ুন: মেয়ের সঙ্গে দেখা হলে জড়িয়ে ধরতে চান প্রসেনজিৎ! অন্তরালে থাকা সুন্দরী প্রেরণাকে দেখে মুগ্ধ হবেন আপনিও
তাঁকে কেন আর ধারাবাহিকে দেখা যাচ্ছে না, সেই নিয়ে নায়িকার ভক্তদের বিস্তর ক্ষোভ জমে ছিল। তবে তিনি এবার ধীরে ধীরে ছোটপর্দার বাইরে পা রেখে বাংলা ওয়েব সিরিজ, এবং তারপর নেটফ্লিক্সের ভিন্ন ভাষার সিরিজেও কাজ করতে চলেছেন। এবার অপেক্ষা, কবে নায়িকা বা নির্মাতাদের তরফে এই সিরিজ সম্পর্কে তথ্য পাওয়া যাবে বা খবরে শিলমোহর পড়বে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rana Daggubati, Srijla Guha