পরিণীতির-রাঘব বিয়ের অতিথি তালিকায় মমতা, দিল্লিতে কার্ড দিয়ে আমন্ত্রণ আপ নেতার! – News18 Bangla

Advertisement

কলকাতাঃ  এবার বলিউডের বিবাহ আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে চলছে G20 সম্মেলনে (G20 Summit)। সেই সম্মেলনে যোগ দেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই পেলেন বিয়ের নেমন্তন্ন। সূত্রের খবর, সেপ্টেম্বরেই মাসের শেষেই অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডা। আর তার জন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করলেন তরুণ আপ নেতা ।

আরও পড়ুনঃ কবে বিয়ের পিঁড়িতে বসেছেন পরিণীতি-রাঘব? অবশেষে ফাঁস হল বিয়ের দিন, ভেন্যু

G20 সম্মেলনের নৈশভোজে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির চাণক্যপুরীর বঙ্গবভবনে ওঠেন তিনি। শোনা যাচ্ছে, সেখানেই বিকেলে পৌঁছে যান আপ নেতা রাঘব চাড্ডা। তবে, কোনও বৈঠক নয় কেবল নিজের ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ের নিমন্ত্রণ পত্র দিতে গিয়েছিলেন তিনি। তবে, রাঘব-পরিণীতির বিয়েতে অতিথির সংখ্যা বেশ কম হলেও সেই তালিকায় বাংলার মুখ‍্যমন্ত্রী নাম থাকায় খুশি তিনি। সূত্রের খবর, রাঘবের এই নিমন্ত্রণ গ্রহণও করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সম্প্রতি, একটি সংবাদমধ‍্যম সূত্রের খবর অনুসারে পরিণীতি এবং রাঘব চলতি বছরের ২৪ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন। প্রতিবেদন অনুসারে, রাজস্থানে বিয়ের আসর বসবে। সেখানে শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা থাকবেন। অন্যান্য অতিথিদের জন্য, বিবাহের স্থান এবং এর আশেপাশে সমস্ত বিলাসবহুল হোটেলে থাকার ব‍্যবস্থা করা হযেছে। উদয়পুরের লীলা প্রাসাদে বিয়ে হবে বলিউডের হবু তারকা দম্পতি জুটির।

প্রতিবেদন অনুসারে, বিয়ের আচার অনুষ্ঠান ২৩ এবং ২৪ সেপ্টেম্বর লীলা প্যালেস এবং ওবেরয় উদয়ভিলাসে অনুষ্ঠিত হবে। তবে, রিসেপশন হবে গুরগাঁও-তে। গত মাসে, দম্পতির বাবা-মা, পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা, গুরগাঁও-এর বিভিন্ন হোটেল পরিদর্শন করেছেন এবং খাবার খেয়ে দেখেছেন।

Published by:Salmali Das

First published:

Tags: Mamata Banerjee, Parineeti Chopra, Raghav Chadda

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।