Tomader Rani: উচ্চমাধ্যমিক পাশ করতে না করতেই বিয়ে ঠিক হল রাণীর, এবার কোন উপায়ে ডাক্তারি পড়বে সে?

Advertisement

স্টার জলসার পর্দায় ফের একটি নতুন ধারাবাহিক শুরু হয়ে গেল ৮ সেপ্টেম্বর, শুক্রবার থেকে, তোমাদের রাণী। বাংলা টেলি জগতে এখন যে ধারাবাহিকগুলো চলছে তার থেকে বেশ খানিকটা আলাদা ধারার গল্প নিয়ে এল এই সিরিয়াল।

গল্পের আবর্তিত হবে রাণী দেবরায় এবং ডক্টর দুর্জয়কে কেন্দ্র করে। একজন কলকাতার বাসিন্দা, একজন মফঃস্বলের। রাণী সবেমাত্র উচ্চমাধ্যমিক দিয়েছে। তার ধ্যান জ্ঞান সবই হল পড়াশোনা। সে কলকাতা যেতে চায়। ডাক্তার হতে চায়, বন্ধুদের মতো সে বিয়ে নিয়ে ভাবে না। কিন্তু ভাগ্যের পরিহাসে সে একটি রক্ষণশীল পরিবারের মেয়ে। তার বাবা তাকে ভালোবাসলেও মেয়েকে অল্প বয়সেই বিয়ে দিয়ে পার করতে চায়। তার বিয়ে ঠিক করাও আছে। এদিকে তার শ্বশুর বাড়ির লোকজন বউ পড়াশোনা করবে, চাকরি করবে এটা চায় না। এমন অবস্থায় কী করে নিজের স্বপ্নপূরণ করবে রাণী?

অন্যদিকে দুর্জয় অত্যন্ত রকচটা ছেলে। কিন্তু হলে কী হবে, অল্প দিনেই সে ডাক্তারিতে নাম করে ফেলেছে। তার সহকর্মীরা তাকে রীতিমত হিংসা করে। একটি হার্ট ট্রান্সপ্ল্যান্টের দায়িত্ব পেয়েছে সে। সেটার একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নজরে পড়ে রাণীর। অন্যদিকে দুর্জয়ের দাদার সঙ্গে প্রেম জমে ক্ষীর রাণীর প্রিয় বন্ধুর। ফলে দুর্জয় আগামী পর্বে রাণীর একটি রিল দেখবে। তারও মনে ধরবে এই অচেনা মেয়েটাকে। এই পরিস্থিতিতে কী করে রাণী আর দুর্জয় কাছে আসে, কী করেই বা রাণীর ঠিক করা বিয়ে ভেস্তে গিয়ে দুর্জয়ের সঙ্গে বিয়ে হয়, কীভাবেই বা সে ডাক্তারি পড়ে এখন সেটাই দেখার।

আরও পড়ুন: সংসার সন্তান সামলে ডাক্তার হতে চায় রাণী, পারবে?

দুই নবাগত অভিনেতার অভিনয় এবং স্ক্রিপ্ট যে প্রথমদিনই দর্শকদের মন ধরেছে সেটা বলা যায়। ইতিমধ্যেই এই ধারাবাহিকের ফ্যান পেজ তৈরি হয়ে গিয়েছে। রামপ্রসাদকে সরিয়ে সন্ধ্যা ৬ টার স্লটে এসেছে এই নতুন মেগা।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।