Krishnagar:ফের কৃষ্ণনগর, এবার স্কুলে বন্দুক দেখিয়ে ছাত্রকে শাসানোয় অভিযুক্ত দ্বাদশের পড়ুয়া

Advertisement

কৃষ্ণনগর ও লাগোয়া এলাকার স্কুল পড়ুয়াদের মধ্যে কি অপরাধপ্রবণতা বাড়ছে? পর পর ২টি ঘটনায় উঠছে এই প্রশ্ন। গত মাসেই কৃষ্ণনগরের ঘূর্ণিতে স্কুলেরই ওপর ক্লাসের দাদাদের হাতে খুন হয়েছিল অষ্টম শ্রেণির ছাত্র। এবার সেই কৃষ্ণনগর থেকেই এল নৃশংস ব়্যাগিংয়ের অভিযোগ। সপ্তম শ্রেণির ছাত্রের মুখে সিগারেট গুঁজে শাসানোর অভিযোগ উঠেছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ৫ ছাত্রের বিরুদ্ধে। এমনকী স্কুলের শৌচাগারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগও রয়েছে এদের একজনের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত শিক্ষক দিবসের দিন। অভিযোগ ওই দিন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা নিচু ক্লাসের ক্লাস নিচ্ছিল। তখনই ৫ ছাত্র সপ্তম শ্রেণির এক পড়ুয়াকে নৃশংসভাবে ব়্যাগিং করে। মুখে সিগারেট গুঁজে তাঁকে পোশাক খুলতে বাধ্য করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার ঘটে আরও চাঞ্চল্যকর ঘটনা। নবম শ্রেণির এক ছাত্র শৌচাগারে গিয়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের কোমরে পিস্তল গোঁজা দেখতে পায়। এর পর দ্বাদশ শ্রেণির ওই ছাত্র পিস্তল দেখিয়ে নবম শ্রেণির ছাত্রকে হুমকি দেয় বলে অভিযোগ।

এই ২ ঘটনার জেরে শুক্রবার স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ে ছাত্র কোমরে বন্দুক গুঁজে আসছে। আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়?

স্কুলের প্রধান শিক্ষক মনোজ বিশ্বাস জানিয়েছেন, স্কুলের পাঁচ ছাত্রের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে তাদের সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ছাত্ররা স্কুলে আসতে পারবে না।

বলে রাখি, গত মাসে ঘূর্ণি হাই স্কুলের অষ্টম শ্রেণির এক পড়ুয়াকে খুনের অভিযোগ ওঠে ওই স্কুলেরই উঁচু ক্লাসের ৩ পড়ুয়ার বিরুদ্ধে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।