জলপাইগুড়ি: টলিউডের একটি বাংলা সিনেমার শুটিং হল ক্রান্তি ব্লকের মৌলানি বাজার এলাকায় , জানা গেছে সিনেমার নাম “প্রধান”। অভিনয়ে রয়েছেন সাংসদ দেব, সোহম চ্যাটার্জি, মিঠাই সিরিয়াল খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। সিনেমার প্রযোজক হিসেবে রয়েছেন দেব নিজে।
সিনেমার শুটিং পুলিশের পোশাকে দেব।
আরও পড়ুনঃ প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ‘জওয়ান’! সর্বকালের বড় বলিউড ওপেনার শাহরুখের ছবি
ছবিটি পরিচালনা করছেন পরিচালক অভিজিৎ সেন। এদিন ক্রান্তি ব্লকের মৌলানি বাজার এলাকায় দেব ও সোহমকে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। শুটিংয়ের কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই পছন্দের অভিনেতা দেব ও সোহমকে দেখার জন্য শুটিং স্পটে অজস্র জনতা ভিড় জমান।
আগামী কয়েকদিন ডুয়ার্সে শুটিং চলবে বলে জানা গিয়েছে। শুটিং দেখতে আসা এক দেবের ভক্ত ইলা রায় বলেন, ‘দেব অধিকারী এবং সোহম চ্যাটার্জির বহু সিনেমা দেখেছি কিন্তু সামনে দেখে খুব ভাল লাগছে। আমাদের বাড়ির পাশে স্বচক্ষে দেখতে পেলাম তাঁদের এটাই সৌভাগ্য।’
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor Dev, Dev, MP, Police