বাংলা ওটিটি-তে এই প্রথম, অভিনব স্কেচ কমেডি নিয়ে হাজির KLIKK, দর্শকের মন কাড়বে ‘নাটক করিস না তো’ – News18 Bangla

Advertisement

কলকাতা: দর্শকের প্রতি একটা দায়িত্ব যে থাকে, সে কথা কখনওই অস্বীকার করে না KLIKK ওটিটি প্ল্যাটফর্ম। বরং, যা দর্শক চায়নি, চাওয়ার কথা কল্পনাও করেনি, অথচ দেখলে মন ভরে যাবে, তেমন কন্টেন্টও হাজির করেছে এই বাংলা ওটিটি। তারই পরবর্তী পদক্ষেপ ‘নাটক করিস না তো’। বাংলা বিনোদনের দুনিয়ায় এই প্রথম নিয়ে এল তারা স্কেচ কমেডি। পাঁচটি এপিসোড, তার প্রতিটিতে তিনটি করে মোট পনেরোটি স্কেচ কমেডি উপস্থাপিত হবে।

অন্য প্রসঙ্গে যাওয়ার আগে স্কেচ কমেডি কী, তা বলা দরকার। এক্ষেত্রে চোখ রাখতে হবে ওই স্কেচ শব্দটাতে। স্কেচ যেমন ছবির পুরোটাই ধরিয়ে দেয়, ভরিয়ে দেয় ব্যঞ্জনায়, অথচ পূর্ণ মাপের নয়, এই কমেডির ধারাও তেমনই। সাধারণত এর অভিনয় হয় গোষ্ঠীবদ্ধ ভাবে, তিন থেকে ১০ মিনিটের পরিসরে তুলে ধরা হয় ব্যঙ্গের মোড়কে এক গল্প, তার মধ্যেই লুকিয়ে থাকে কোনও সামাজিক ঘটনার ইঙ্গিত। কখনও বা তা শুধুই নিটোল হাস্যরস উপস্থাপিত করে। এ হেন স্কেচ কমেডি এবার বাংলায় দেখার সুযোগ আমাদের করে দিল KLIKK, শান্তনু চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এবং সৌমিত দেবের পরিচালনায়।

আরও পড়ুন– দিল্লির কনট প্লেসের মালিক কে? জেনে নিন এই বিষয়ে আরও নানা মজার তথ্য

দর্শকের প্রত্যাশা বাড়িয়ে ‘নাটক করিস না তো’-র মজাদার পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। এবার হাসির নানা ঝলকে মোড়া ট্রেলার মুক্তি পেল। বিশেষ করে অভিনেতা দেবরাজ ভট্টাচার্যর কাছে এ এক বাড়তি পাওনা, এ দিন ছিল তাঁর জন্মদিন। দেবরাজ ছাড়া থিয়েটারের আঙ্গিকে তৈরি এই সিরিজের নানা চরিত্রে অভিনয় করছেন আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, শাশ্বতী সিনহার মতো মূলত বিভিন্ন বাংলা থিয়েটার দলের অভিনেতারাই।

আরও পড়ুন- লখনউয়ের নবাবি শাহি খানার স্বাদ এবার কলকাতায়; সৌজন্যে ‘অওয়াধ কামস টু কলকাতা’

দেবরাজ ভট্টাচার্য

Advertisement
দেবরাজ ভট্টাচার্য

চলতি সেপ্টেম্বরেই মুক্তি পাবে ‘নাটক করিস না তো’। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার নীরজ তাঁতিয়া জানালেন, “KLIKK সবসময়ই স্বল্প পরিসরের মধ্যে নানা পরীক্ষা-নিরীক্ষা করে থাকে কন্টেন্ট আর ফর্ম নিয়ে। নাটক করিস না তো সে রকমই একটা প্রচেষ্টা। সম্ভবত বাংলা ওটিটিতে প্রথমবার এই ধরনের কাজ হচ্ছে। এর আগে আমরা Klikk Minis-ও প্রস্তুত করেছি, যা স্বল্প দৈর্ঘ্যের গল্পের ফরম্যাটকে আরও বিস্তৃত করে তুলেছে। আশা করি দর্শকদের ভাল লাগবে এবং মনোরঞ্জনের পরিসর আরও জনপ্রিয় হয়ে উঠবে।”

আভেরী সিংহ রায় আভেরী সিংহ রায়

অন্য দিকে, পরিচালক সৌমিত দেব বললেন, “স্কেচ কমেডি নিয়ে বাংলায় কাজ করার ইচ্ছে ছিল বহুদিনের, তাই KLIKK থেকে এমন কিছু একটা করতে বলায় বেশ ভালই লেগেছে। এখানে আমরা ক্যানড লাফের মতো সাবেকি কিছু কমেডির টুল ব্যবহারে করেছি আর স্কেচের বিষয়গুলো একেবারেই আমাদের চারপাশ থেকে উঠে এসেছে৷ পরীক্ষামূলক একটা কাজ, আশা করি দর্শকদের ভাল লাগবে।”

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Bengali Web series, Klikk

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।