Partha Chatterjee: ‘সোজা হয়ে হাঁটতে পারেন না’, আইনজীবী আদালতে জানালেও জামিন মিলল না পার্থর

Advertisement

জামিনের মামলার শুনানিতে ফের অসুস্থতার কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু তা সত্বেও তাঁর জামিন মিলল না। এদিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী জানান, উনি সোজা হয়ে হাঁটতে পারেন না। আইনজীবীর প্রশ্ন, জামিন পেলে কোথায় সমস্যা হবে? কিন্তু সাওয়াল করেও জামিন মিলল না নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের।

আদালতে তাঁর আইনজীবী বাগ কমিটির রিপোর্ট উল্লেখ করে বলেন, ওই কমিটির রিপোর্টের অভিযোগ দায়ের করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু রিপোর্টে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ নেই।

পাল্টা সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী বলেন, এর আগেও শারীরিক অসুস্থতা, বয়সজনিত কারণ, দীর্ঘদিন ধরে হেফাজতে থাকা, কখনও আবার বিচার শুরু না হওয়া কথা বলে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

(পড়তেে  পারেন।  দুই জোকারে মারামারি হচ্ছে, বোস-মমতাকে বিঁধে বললেন অধীর, সাফাই দিলেন ধূপগুড়ি নিয়ে)

(পড়তে পারেন। ‘এত পুলিশেও অশান্তি কেন?’ খেজুরিতে বোর্ড গঠনে কেন্দ্রীয় বাহিনীও নিতে বলল হাইকোর্ট)

এদিন আদালতে মামলার গুরুত্বের কথা বলতে গিয়ে সিবিআই-এর আইনজীবী বলেন, ‘এটা হল সেই মামলা যেখানে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের নেওয়া হয়েছে।’

বিশেষ সিবিআই আাদালতের বিচারক তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর কাছে জানতে চান, চার্জশিটে মাত্র কয়েকজনের নাম এসেছে। বাকিরা কোথায়? তদন্তের গতি নিয়েও উষ্মা প্রকাশ করেন বিচারপতি।

দুপক্ষের বক্তব্য শোনার পর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।