Jawan box office collection day 1: সবচেয়ে বড় ওপেনিং, ইতিহাস গড়ল শাহরুখ খানের জওয়ান, কত আয় বৃহস্পতিবারে?

Advertisement

অ্যাটলির অ্যাকশন ড্রামা ‘জওয়ান’ ভেঙে দিয়েছে সব রেকর্ড। বৃহস্পতিবার হলে আসে এই সিনেমা। আর আসতেই হিট। ভোর ৪-৫টা থেকে হলে থিকথিকে ভিড় জমতে শুরু করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। আপাতত শাহরুখ খানের এই সিনেমার দখলেই রয়েছে সবচেয়ে হিন্দি সিনেমার বড় ওপেনিং-এর খেতাব। 

Sacnilk.com এর প্রাথমিক রিপোর্ট বলছে ‘জওয়ান’ প্রথম দিনে ভারতে সমস্ত ভাষার মিলিয়ে মোট ৭৫ কোটি নেট উপার্জন করেছে। ছবিটির হিন্দিতে উপার্জন ৬৫ কোটি, তামিলে ৫ কোটি, তেলেগুতেও ৫ কোটি । এর আগে শাহরুখ খানের পাঠানই ছিল সর্বোচ্চ উপার্জিত হিন্দি ছবি। ভারতের বাজার থেকে সেই ছবির আয় ছিল ৫৪ কোটির কাছাকাছি। এরপরেই রয়েছে সানি দেওলের গদর ২। যে ছবির আয় ছিল প্রথম দিনে প্রায় ৪০ কোটি। 

প্রসঙ্গত, ‘জওয়ান’ দিয়ে কিন্তু ইতিমধ্যেই শাহরুখ মন জয় করে নিয়েছেন তাঁর ভক্তদের। হল ফেরত দর্শকরা বলছেন এটা মোটেই মাথা মুণ্ডুহীন মারপিটের ছবি নয়। বরং এই সিনেমার রয়েছে, একটি বিশেষ রাজনৈতিক বার্তা। যা অন্য নেতারা সাহাস পাননি, সাই করে দেখিয়েছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ গৌরী খান দ্বারা প্রযোজিত এবং গৌরব ভার্মা সিনেমাটির সহ-প্রযোজনা করেছেন।

ছবিটিতে অস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। ছবিটিতে দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন। এছাড়াও রয়েছেন প্রিয়ামনি, সান্যা মালহোত্রা, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান এবং আলিয়া কুরেশি।

তবে এখনও শুক্র-শনি আর রবির রিপোর্ট আসা বাকি। প্রাথমিক অনুমান, শুক্রবারে আয় কিছুটা কমলেও শনি আর রবিতে লাফিয়ে লাফিয়ে বাড়বে শাহরুখের ছবির টিকিট বিক্রি। আপাতত সপ্তাহ দুয়েক বেশিরভাগ হলের বেশিরভাগ শো থাকবে কিং খানের দখলে। সঙ্গে কানাডা, আমেরিকা, দুবাইয়ের মতো দেশগুলিতেও ভালো ব্যবসা করে কিং খানের সিনেমা। আর এবার তো বাংলাদেশেও একই সময়ে মুক্তি পেয়েছে সিনেমা। ফলে সেই দেশ থেকেও মোটা অঙ্কের টাকা ঢুকবে। সব মিলিয়ে ‘পাঠান’-এর হাজার কোটিকে টক্কর দিয়ে যেতে খুব একটা সময় লাগবে না ‘জওয়ান’ শাহরুখের। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।