CU-তে দলীয় পতাকা নিয়ে ঢোকা যাবে না উপাচার্যের অফিসে, অবমাননা বলছে TMCP

Advertisement

উপাচার্যের ঘরে দলীয় পতাকা নিয়ে প্রবেশ করা যাবে না। পড়ুয়াদের এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। বৃহস্পতিবার বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যকে ঘেরাও করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তখন ছাত্ররা দলীয় পতাকা নিয়ে উপাচার্যের দফতরে প্রবেশ করলে উপাচার্য ছাত্রদের জানিয়ে দেন, দলীয় পতাকা নিয়ে প্রবেশ করা যাবে না, ছাত্র হিসেবেই উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করতে হবে। যদিও বিষয়টিকে দলীয় পতাকার অবমাননা বলেই মনে করছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এর প্রতিবাদে তাঁরা উপাচার্যের কার্যালয়ের বাইরে বসে বেশকিছুক্ষণ বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: নিগ্রহের অভিযোগ, আদালতে গোপন জবানবন্দি দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পডুয়া

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের ২৩ জন সদস্য দলীয় পতাকা নিয়ে উপাচার্যের কার্যালয়ে ঘেরাই করেন এবং পরে টিএমসিপি-র কয়েকজন প্রতিনিধি উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন। মূলত এই দিন বিভিন্ন বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন। তার মধ্যে রয়েছে ক্যান্টিনের খাবারের মানের সমস্যা, শৌচালয়ের সমস্যা, পাখা, মাইক্রোফোনের সমস্যা প্রভৃতি সমস্যা নিয়ে এদিন উপাচার্যের দফতরের স্মারকলিপি জমা দেন টিএমসিপির সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। তারপরেও এই সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী হয়নি। অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। যদিও উপাচার্য জানান, তিনি মাত্র তিন মাস হল পদে বসেছেন। তিনি আগে এই ধরনের অভিযোগ পাননি। অভিযোগ পেলে তিনি নিশ্চয়ই এই সমস্যাগুলির সমাধানের বিষয়ে চেষ্টা করবেন। 

পরে উপাচার্য পড়ুয়াদের অভিযোগ বিস্তারিত লিখে জমা দিতে বলেন। একইসঙ্গে তিনি দলীয় পতাকা নিয়ে পড়ুয়াদের উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করতে বারণ করেন। তখন টিএমসিপির সদস্যরা জানান, এই পতাকা হল তাদের শক্তি। যদিও উপাচার্য জানিয়ে দেন, পতাকা নয় ছাত্রেরাই হল শক্তি। একইসঙ্গে ছাত্রদের প্রশ্নের উত্তরে  উপাচার্য জানান, তিনি মুখ্যমন্ত্রীর পদকে সম্মান করেন। তিনি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্যকে সম্মান করেন ঠিক তেমনিই মমতা বন্দ্যোপাধ্যায়কেও সম্মান করেন। তবে উপাচার্যের এই জবাবে সন্তুষ্ট হননি টিএমসিপির সদস্যরা। তাঁদের অভিযোগ, উপাচার্য মুখ্যমন্ত্রীকে অসম্মান করেছেন। স্মারকলিপি জমা দেওয়ার পরে তাঁরা উপাচার্যের কার্যালয়ের বাইরে বেশ কিছুক্ষণ বসে বিক্ষোভ দেখান। উপাচার্য এদিন পড়ুয়াদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর কার্যালয়ে যেতে গেলে দলীয় পতাকা নিয়ে নয়, ছাত্র হিসেবেই যেতে হবে। তিনি আরও জানান, তাঁর পদের লোভ নেই। কোনও মন্ত্রী নেতা তাকে হুমকি দিলে তিনি একদিনেই পদ ছেড়ে দিতে পারেন।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।