Pakistani Actress On Kangana: ‘কঙ্গনাকে সামনে পেলে দুটো চড় কষতে চাই’, কেন এমন বললেন পাক অভিনত্রী নওশীন!

Advertisement

‘পাকিস্তানকে নিয়ে ওঁর কোনও ধারনাই নেই। যা মনে আসে তাই বলে চলে। কঙ্গনার সঙ্গে দেখা হলে ওঁকে দুটো চড় কষাতে চাই।’ বলিউডের কুইন-কে নিয়ে এমনই ভয়ানক মন্তব্য করলেন পাক অভিনেত্রী নওশীন শাহ। কঙ্গনার প্রতি তাঁর পরামর্শ ‘লোকের দেশ নিয়ে কথা না বলে উনি বরং নিজের অভিনয়, বিতর্ক এবং প্রেমিকদের দিকে মনোযোগ দিন।’

ঠিক কী বলেছেন নওশীন শাহ?

সম্প্রতি, পাকিস্তানের মোমিন শাকিবের শো ‘হাদ কর দি’-তে হাজির হয়েছিলেন অভিনেত্রী নওশীন শাহ। সেখানেই নওশীনকে প্রশ্ন করা হয়, এমন কোনও বলি অভিনেতা রয়েছেন কি যাঁর সঙ্গে তিনি দেখা করতে চান? এই প্রশ্নের উত্তরেই কঙ্গনা রানাওয়াতের নাম নেন নওশীন শাহ। বলেন, ‘উনি (কঙ্গনা যেভাবে আমার দেশ সম্পর্কে স্যালুট জানাই। ওঁর কোন জ্ঞান নেই কিন্তু দেশ নিয়ে কথা বলছে, সেটাও অন্য কারো দেশ নিয়ে। আপনার নিজের দেশের উপর, আপনার অভিনয়ে, আপনার নির্দেশনার দিকে মন দিন… আপনার বিতর্ক এবং প্রাক্তন প্রেমিকদের দিকে মনোনিবেশ করুন এবং তাই নয় কী!’

কঙ্গনার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে নওশীন আরও বলেন, ‘আপনি কীভাবে জানলেন পাকিস্তানে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়? আপনি কীভাবে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে জানলেন? আপনি কীভাবে আমাদের দেশের এজেন্সিগুলি সম্পর্কে জানেন? আমরা তো নিজেরাই জানি না, যে এই এজেন্সিগুলি আমাদের দেশে আছে। সেনাবাহিনী আমাদের দেশের, ওঁরা এই জিনিসগুলি আমাদের সাঙ্গে শেয়ার করেন না। এগুলো গোপনীয়, তাই না?’ নওশীন কঙ্গনার অভিনয় দক্ষতার প্রশংসা করতে গিয়ে তাXকে ‘চরমপন্থী’ বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় বলিউড এবং রাজনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন। কাজের ক্ষেত্রে, কঙ্গনা চন্দ্রমুখী 2-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি রাজার দরবারে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন, যিনি তাঁর সৌন্দর্য এবং নৃত্য দক্ষতার জন্য পরিচিত ছিলেন। চন্দ্রমুখী 2 প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ১৯9 সেপ্টেম্বর৷ এছাড়াও কঙ্গনা ‘ইমার্জেন্সি’ এই বছরই মুক্তির পাবে, যেখানে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন৷ আর রয়েছে কঙ্গনার অ্যাকশন ফিল্ম তেজস। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।