শাহরুখ খান বনাম সানি দেওল-এর টক্কর জমে উঠেছে বক্স অফিসে। ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে দেশের বক্স অফিসের এক নম্বর নায়ক হওয়ার পথে সানির একমাত্র বাধা স্বয়ং শাহরুখ খান! বৃহস্পতিবার মুক্তি পেল ‘জওয়ান’। বছরের দ্বিতীয় রিলিজ নিয়ে হাজির শাহরুখ খান। ছবি মুক্তির আগে তারকাকে আর্শীবাদে ভরিয়ে দিলেন ধর্মেন্দ্র।
দেওল পরিবারের প্রবীণ সদস্য বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (অতীতে টুইটার) শুভেচ্ছায় ভরিয়ে দেন শাহরুখ খানকে। রেষারেষি নয়, শাহরুখকে ‘ছেলে’ সম্বোধন করে সবার মন জিতে নিলেন ৮৭-এর ‘জওয়ান’ ধর্মেন্দ্র। সেই বার্তা মন ছুঁয়েছে কিং খানেরও। শাহরুখের উদ্দেশে ধর্মেন্দ্র লেখেন- ‘ছেলে শাহরুখ, তোমাকে জওয়ানের জন্য অনেক শুভেচ্ছা’। বর্ষীয়ান তারকার এই পোস্ট শেয়ার করে পালটা জবাব দেন শাহরুখ। তাঁর বার্তা- ‘অনেক ভালোবাসা স্যার, থ্যাঙ্ক ইউ সো মাচ। শীঘ্রই আসব আপনার থেকে একটা উষ্ণ আলিঙ্গন নিতে’।
ধর্মেন্দ্রর এই আবেগঘন বার্তা দেখে মুগ্ধ শাহরুখ ভক্তরাও। একটা সময় সংবাদ শিরোনামে থাকত শাহরুখ-সানির মন কষাকষির খবর। ‘ডর’ ছবিতে নায়কের বদলে ভিলেন শাহরুখকে বেশি গুরুত্ব দিয়েছেন পরিচালক যশ চোপড়া, এমনটাই মনে হয়েছিল সানির। দীর্ঘ ১৬ বছর শাহরুখ খানের সঙ্গে একটি বাক্য বিনিময় করেননি ঢাই কিলোর হাতের মালিক সানি দেওল। তবে সে-সব এখন অতীত।
পুরনো দ্বন্দ্ব, দূরত্ব ভুলে কাছাকাছি এসেছেন শাহরুখ-সানি। সম্প্রতি গদর ২-এর সাক্সেস পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ। গদর ২ থেকে শাহরুখ নিজে ফোন করেছিলেন সানি দেওলক। সানি জানান, ‘গদর-২ দেখে শাহরুখ আমায় ফোন করেছিলেন। শুভকামনাও জানিয়েছেন। ওঁ খুব খুশি’। প্রকাশ্যেও সানির প্রশংসায় পঞ্চমুখ বাদশা। দিন কয়েক আগে #AskSRK সেশনে প্রিয় নায়কের কাছে এক অনুরাগী জানতে চায়, ‘গদর ২ দেখেছেন আপনি?’ জবাবে অভিনেতা লেখেন- ‘হ্যাঁ, দারুণ লেগেছে’।
পাঁচ বছরের অপেক্ষার পর ‘পাঠান’ নিয়ে পর্দায় ফিরেছিলেন শাহরুখ। চলতি বছরের শুরুতেই বক্স অফিসে ছক্কা হাঁকায় সেই ছবি। বর্তমানে দেশের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি ‘পাঠান’। এই তালিকায় আপতত তিন নম্বরে রয়েছে গদর ২। জওয়ান মুক্তির দিনেই খুব সম্ভবত ‘বাহুবলী’ প্রভাসকে হারিয়ে দু-নম্বরে উঠে আসবেন সানি দেওল। ৬৫-র সানি আর ৫৭-র শাহরুখ! বুড়ো হাড়ে বক্স অফিসে ভেলকি দেখাচ্ছেন বলিউডের এই দুই নায়ক তা বেশ স্পষ্ট। আসলে তাঁরা এখনও ‘জওয়ান’।