CFL 2023 Points Table: CFL-র গ্রুপ লিগে অপরাজিত ইস্টবেঙ্গল! সুপার সিক্সে নিশ্চিত ৫ দল, মোহনবাগান পারবে?

Advertisement

অপরাজিত থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ চলে গেল ইস্টবেঙ্গল। গ্রুপ ‘বি’-তে চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী পর্যায়ের টিকিট পেয়েছে লাল-হলুদ শিবির। এবার ক্যালকাটা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশনে ১২টি ম্যাচে ইস্টবেঙ্গল ন’টি ম্যাচে জিতেছে। তিনটি ম্যাচ ড্র করেছে। কোনও ম্যাচে হারেনি লাল-হলুদ শিবির। আজও জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছেন জেসিন টিকে, পিভি বিষ্ণুরা। ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রুপ ‘এ’ থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-র টিকিট পেয়েছে ভবানীপুর এবং খিদিরপুর।

আরও পড়ুন: East Bengal vs George Highlights: দ্বিতীয়ার্ধে ৩৩০ সেকেন্ডের লাল-হলুদ আগুনে পুড়ে খাক জর্জ! ৪ গোলে জিতল ইস্টবেঙ্গল

কলকাতা ফুটবল লিগের গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকা

দলম্যাচজয়ড্রহারপয়েন্ট
ইস্টবেঙ্গল১২৩০
ভবানীপুর১২২৭
খিদিরপুর১২২৫
এরিয়ান১২২৪
ক্যালকাটা কাস্টমস১২১৯
রেনবো১২১৭
উয়াড়ি১২১৬
রেলওয়ে ক্লাব১২১২
বিএসএস স্পোর্টিং ক্লাব১২১১
জর্জ টেলিগ্রাফ১২১১
ইস্টার্ন রেল১২১১
পুলিশ অ্যাথলেটিক ক্লাব১২১০
পশ্চিমবঙ্গ পুলিশ১২

আপাতত কলকাতা ফুটবল লিগের যা অবস্থা, তাতে ‘সুপার সিক্স’-এ পাঁচটি দলের জায়গা পাকা হয়ে গিয়েছে – ইস্টবেঙ্গল, ভবানীপুর, খিদিরপুর, মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। মহমেডান এবং ডায়মন্ড হারবার আছে গ্রুপ ‘এ’-তে। বাকি আছে আরও একটি জায়গা। যে ষষ্ঠ স্থানের জন্য লড়াইয়ে আছে কালীঘাট মিলন সংঘ এবং মোহনবাগান সুপার জায়ান্ট। 

আরও পড়ুন: ISL 2023-24 Schedule: ২৮ অক্টোবর ফের মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল! প্রকাশিত দশম ISL-এর ক্রীড়াসূচি

কালীঘাট ১২টি ম্যাচই খেলে ফেলেছে। ১২টি ম্যাচে কালীঘাটের পয়েন্ট ২৪। সেখানে ন’টি ম্যাচে মোহনবাগানের ঝুলিতে ২০ পয়েন্ট আছে। অর্থাৎ মোহনবাগান বাকি তিনটি ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট পেলেই ‘সুপার সিক্স’-এ উঠে যাবে। কিন্তু সেই কাজটা একেবারেই সহজ হবে না। কারণ মহমেডান এবং ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে। যে দুটি দল গ্রুপ ‘এ’-র প্রথম দুটি স্থানে আছে। এবার তো মহমেডানকেও হারিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।