Bangladesh: কৃষিবিদকে দিয়ে মহাকাশ গবেষণাকেন্দ্র চালাচ্ছিল বাংলাদেশ, ভারত সফল হতেই বদলি করা হল তাঁকে

Advertisement

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। আর বাংলাদেশের মহাকাশ গবেষণাকেন্দ্র স্পারসো। এদিকে ভারতের চন্দ্রযান যেদিন চাঁদের মাটি স্পর্শ করল সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে, ভারত পারে চাঁদে মহাকাশ যান পাঠাতে কিন্তু বাংলাদেশ কবে পারবে? এনিয়ে নানা তুলনা চলছিল পুরোদমে। এনিয়ে মজার কমেন্টও করছিলেন অনেকে। তবে গোটা বিষয়টি যে এমন সিরিয়াস হয়ে যাবে সেটা মনে হয় ভাবেননি অনেকেই।

তবে বাংলাদেশের নিউজ সময় সম্পূর্ণ সূত্রে খবর, বাংলাদেশের মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে বদলি করা হয়েছে চেয়ারম্যানকে। প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান( স্পারসো) চেয়ারম্যান আবদুস সামাদকে সরকার সরিয়ে দিয়েছে। তাঁকে জাতীয় সচিবালয়ে বদলি করা হয়েছে বলে খবর।

তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসাবে কাউকে নিয়োগ করা হয়েছে কি না সেব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

ওয়াকিবহাল মহলের মতে, ভারত চাঁদে যান পাঠানোর পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করতে থাকেন অনেকেই। বাংলাদেশ কবে চাঁদে যান পাঠাতে পারবে তা নিয়ে বাংলাদেশের বাসিন্দাদের অনেকেই প্রশ্ন তুলতে থাকেন। সেই সঙ্গে প্রশ্ন ওঠে মহাকাশ গবেষণাকেন্দ্রের মাথায় কীভাবে একজন কৃষিবিদ থাকেন?

আসলে সূত্রের খবর, কৃষি নিয়ে পড়াশোনা করেছিলেন আব্দুস সামাদ। তিনি কীভাবে মহাকাশ গবেষণার পরিকল্পনাকে বাস্তবায়িত করবেন তা নিয়েও প্রশ্ন ওঠে। চাঁদে কি বাংলাদেশ আলু পটল চাষ করবে তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় মজা চলছিল। এমনকী ভারতের ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গেও তুলনা করছিলেন অনেকে। তবে এবার বদলি করা হল বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যানকে।

অনেকেরই দাবি, আব্দুস সামাদ তাঁর নিজের ক্ষেত্রতে দিকপাল। এটা নিয়ে কারোর কোনও সংশয় নেই। কিন্তু তিনি মহাকাশ গবেষণার খুটিনাটি কীভাবে জানবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই যায়। তাছাড়া একজন কৃষিবিদকে মহাকাশ গবেষণাকেন্দ্রের শীর্ষে বসিয়ে বাংলাদেশ কীভাবে সফল হবে তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ভারত সফল হতেই বদলি করা হল কৃষিবিদকে।

তবে এবার আব্দুস সামাদকে বদলি করে দিয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণায় কতটা সফলতা পেতে পারে সেদিকে তাকিয়ে আছেন অনেকে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।