‘জওয়ান’-এর সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ! ভক্তদের কী রিটার্ন গিফট দেবেন বাদশা? চমকে যাবেন শুনে – News18 Bangla

Advertisement

সাত মাস পর আবার বড় পর্দায় ফিরলেন শাহরুখ খান। অপেক্ষা শেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিং-এ গড়েছিল রেকর্ড। ছবি মুক্তি পেতেই শাহরুখ ভক্তরা উচ্ছ্বসিত। রিভিউ অতন্ত্য পজিটিভ। তা দেখে অভিভূত কিং খান।

তিনি তাঁর ভক্তদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবেন বলে আশ্বাস দেন। অভিনেতা বলেন “সব ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনারা যাঁরা আজ প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখলেন, হলের বাইরেও এত আনন্দ করলেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি অভিভূত। আপনারা আমাকে যতটা ভালবাসা দিলেন তা খুব তাড়াতাড়ি আপনাদের ফিরিয়ে দেব! আমাকে এত ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।”

আরও পড়ুন: ছুটি কাটাতে গিয়ে বিপদে ঋত্বিক-পার্নো! জুটিকে বাঁচাতে নতুন ভূমিকায় রঞ্জিত মল্লিক

এই ছবি দিয়েই বলিপাড়ায় তামিল পরিচালক আতলি আত্মপ্রকাশ করলেন। কিং খান সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির নয়নতারা ও বিজয় সেতুপতি পাশাপাশি বিশেষ চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে কেমন হল ছবি? বলিউড আর দক্ষিণের মেলবন্ধন কি টেক্কা দিতে পারল ‘পাঠান’কে ?

আরও পড়ুন: বাস্তবে বাবা হলেন ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতা! জানেন তিনি কে

‘জওয়ান’-এর মূল কাহিনিতে দু’টি আলাদা আলাদা সময় দেখানো হয়েছে। বিক্রম রাঠৌর এবং আজাদের জীবনের ওঠা-পড়াকে কেন্দ্র করে মূল গল্প। গল্পের প্রয়োজনে নানা লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ, আর সব রূপেই তিনি সেরা। অন্যদিকে, খলনায়কের চরিত্রে ফাটাফাটি বিজয় সেতুপতি। এর আগে তাঁকে ওয়েব সিরিজ় ‘ফরজ়ি’তে দেখা গিয়েছিল।

Published by:Sayani Rana

First published:

Tags: Jawan, Shah Rukh Khan

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।