বিতর্কের মাঝেই ফুলশয্যার খাটে নবনীতা! মুখে চওড়া হাসি, ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড় nabanita das posts a picture in bridal look after sepration with jeetu kamal – News18 Bangla

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন নবনীতা। বেগনি রঙের বেনারসি, সিঁথি ভরতি সিঁদুর, ভারী গয়না। নববধূ রূপে ধরা দিয়েছেন নবনীতা। ফুলশয্যার খাটে বসে লেন্সবন্দি হয়েছেন সেখানে তাঁকে নববধূ রূপে দেখা যাচ্ছে তাঁকে।অভিনেত্রী। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘জীবন নিখুঁত না-ও হতে পারে। কিন্তু আমার শাড়ির কুচি একদম নিখুঁত।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।