Shah Rukh Khan: মেয়েকে নিয়ে তিরুপতি মন্দিরে শাহরুখ! জওয়ান মুক্তির আগে নিলেন বালাজির আর্শীবাদ, দেখুন ভিডিয়ো

Advertisement

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কিং খানের ‘জওয়ান’। পাঁচ বছর রুপোলি পর্দায় শাহরুখের ঝলক দেখত তীর্থের কাকের মতো বসে থেকেছে ফ্যানেরা। তবে এবার মাত্র সাত মাস! ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ নিয়ে তৈরি শাহরুখ খান। ছবি রিলিজের আগে ভগবানের আর্শীবাদ নিতে এক মন্দির থেকে অন্য মন্দিরে ছুটছেন বাদশা।

মঙ্গলবার সাত সকালে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিলেন শাহরুখ। সঙ্গী মেয়ে সুহানা আর জওয়ান-নায়িকা নয়নতারা। মন্দিরে স্থানীয় কায়দায় ধুতি বা ‘মুন্ড’ পরে পুজো দিলেন শাহরুখ। সঙ্গে দক্ষিণী স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয়। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু, জোর হাতে জানালেন কৃতজ্ঞতা। সাদা সায়োলার কামিজে সেজে বাবার হাত ধরে মন্দিরে সুহানা খান। ‘দ্য আর্চিস’-এর সঙ্গে বলিউড জার্নি শুরুর আগে তিনিও বালাজির আর্শীবাদ নিয়ে নিলেন। 

গত ৩০শে অগস্ট ভোরে বৈষ্ণদেবীর কাছে ছুটে গিয়েছিলেন তারকা, আর সোমবার প্রায় মধ্যরাতে তিরুপতিতে হাজির বলিউডের কিং খান। সোমবার রাতে সাদা রঙা টি-শার্ট আর ঘন নীল হুডিতে দেখা মিলল শাহরুখের। তবে মুখ ঢাকলেন না নায়ক।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিরুপতিতে হাজির শাহরুখের ঝলক ভাইরাল। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় কিং খানকে। শুধু মুখে বলাই নয়, বাস্তবেই সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী শাহরুখ, তার প্রমাণ দিচ্ছেন দাবি ভক্তদের। কথিত, বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি। সব ভাষার মানুষ এই মন্দিরে হাজির হলেও তামিল-তেলেগুভাষীদের আধিক্য দেখা যায় তিরুপতিতে। কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি মুক্তির আগে শাহরুখের তিরুপতি বালাজি দর্শন তাই ‘স্মার্ট মুভ’ এমনটাও বলছেন নিন্দকরা। দক্ষিণের মার্কেটে রজনীকান্ত, প্রভাসদের কড়া টক্কর দিতে তৈরি শাহরুখ তা বলাই যায়।

‘পাঠান’ মুক্তির আগে মিডিয়ার মুখোমুখি হননি শাহরুখ। যদিও গত বুধবার চেন্নাইতে ‘জওয়ান’-এর গ্র্যান্ড অডিও রিলিজ এবং প্রি-রিলিজ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এরপর দুবাইতে পৌঁছান তারকা, ৩১শে অগস্ট বুর্জ খালিফায় প্রদর্শিত হয় ‘জওয়ান’-এর ট্রেলার। 

বিশেষজ্ঞদের আশা, বছরের শুরুতে মুক্তি পাওয়া পাঠানের মতো বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করবে জওয়ান। আশা করা যাচ্ছে, বিশ্বব্যাপী ১০০ কোটি প্লাস ওপেনিং দেবে জওয়ান। গদর ২-এর বিজয়রথ থামাতে পারেন একমাত্র শাহরুখ, মনে করছেন তাঁর ভক্তরা। জওয়ান ছবিতে বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে বাদশার।

বছরের শুরুতে মুক্তি পাওয়া পাঠানের মতো দুর্দান্ত ব্যবসা করবে জওয়ান-ও। আশা করা যাচ্ছে, বিশ্বব্যাপী ১০০ কোটি প্লাস ওপেনিং দেবে জওয়ান। আর মোট আয় ১০০০ কোটি ছাড়িয়ে যাবে বিশ্বব্যপী। জওয়ান ছবিতে বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে বাদশার। শাহরুখের নায়িকা নয়নতারা। ভিলেন কালী অর্থাৎ বিজয় সেতুপতি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও দেখা যাবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। পরিচালনা অ্যাটলির।

‘পাঠান’-এর মতো ১০০০ কোটির ব্যবসা করতে সফল হবে ‘জওয়ান’? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।