Rashmika Mandanna Video: সহকারীর বিয়েতে যোগ দিলেন রশ্মিকা, নব দম্পতি পা ছুঁলেন অভিনেত্রীর, দেখুন ভিডিয়ো

Advertisement

৩ সেপ্টেম্বর, হায়দরাবাদে সহকারী সাইয়ের বিয়েতে যোগ দিয়েছিলেন রশ্মিকা মন্দনা। ট্র্যাডিশনাল স্টাইলে চুল বেঁধে, উজ্জ্বল হলুদ শাড়ি পরে এ দিন বিয়ের অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। দম্পতি যখন আশীর্বাদের জন্য তাঁর পা ছুঁয়েছিলেন অভিনেত্রীর প্রতিক্রিয়া সকলের মন জয় করেছে।

দেখুন ভিডিয়ো-

বিখ্যাত পাপারাজ্জো কমলেশ নন্দ ইনস্টাগ্রামে রশ্মিকার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, নব দম্পতি অভিনেত্রীর পা স্পর্শ করে আশীর্বাদ চাইছেন। পা স্পর্শ করার মুহূর্তে খানিক ইতস্তত বোধ করছেন রশ্মিকা। অভিনেত্রীকে বার বার তাঁদের ছুঁয়ে হাত জোড় করতে দেখা গিয়েছে। নদ দম্পতিকে আশীর্বাদ জানিয়ে কয়েকটি ছবিও ক্লিক করেছেন অভিনেত্রী।

দেখে নিন বিয়ে বাড়ির ছবিগুলি:

সহকারীর বিয়েতে রশ্মিকা

Advertisement

রশ্মিকা মন্দনা ওয়ার্ক ফ্রন্টে

শীঘ্রই রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ ছবিতে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। ‘পুষ্প ২: দ্য রুল’-এও দেখা যাবে তাঁকে।

উল্লেখ্য, অমিতাভ বচ্চন-অভিনীত ‘গুডবাই’-এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রশ্মিকা এবং তারপর ‘মিশন মজনু’তে দেখা গিয়েছিল তাঁকে। তেলুগু এবং কন্নড়েও প্রচুর ছবিতে কাজ করেছেন তিনি।

অন্যদিকে, অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায়। শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যদিও প্রেমের গুঞ্জনের কথা দু’জনেই এড়িয়ে গিয়েছেন। ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই বন্ধুত্ব বিজয় ও রশ্মিকার। তার পরে ‘ডিয়ার কমরেড’ ছবির সেটেই নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা বলে গুঞ্জন।

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।