Kanchan-Sreemoyee: কাঞ্চনের ছবি দিয়ে শ্রীময়ী লিখলেন, ‘জীবনে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষক’, নেটপাড়া বলছে…

Advertisement

এই তো কয়েকদিন আগের ঘটনা, সকলকে রখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন শ্রীময়ী। সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানালেও কাঞ্চনের সঙ্গে (২০১২-২০২৩) ১১ বছরের বন্ধুত্বের উদযাপন করেছিলেন শ্রীময়ী চট্টরাজ। রাখি পূর্ণিমার পর শিক্ষক দিবসেও কাঞ্চনের ছবি দিতে ছাড়লেন না শ্রীময়ী।

নিজের বাবা-মা থেকে শুরু করে কাঞ্চন মল্লিক, এছাড়াও অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী সহ তাঁর জীবনের বেশকিছু শিক্ষকদের ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। লিখেছেন, ‘আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা,যারা শুধু আমাকে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করেনি,জীবনের এবং মানবিকতার মূল্যবোধ শিখিয়েছে,জীবনে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছে,এবং এখনও জীবনে সঠিকভাবে মাথা উঁচু করে চলার পরামর্শ দিচ্ছে, এখনও অনেক কিছু শেখার এবং জানার বাকি আছে,,আমি মেনে চলি মাথা নিচু করে শিখতে হয়,মাথা উঁচু করে বাঁচতে হয়,,, ’ এর পরেই নিজের জীবনের এই শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে শ্রীময়ী আরও লিখেছেন, ‘আমার সকল প্রিয় শিক্ষকদের ধন্যবাদ যাঁরা শুধু আমার শিক্ষকই নন, আমার বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শকও…আপনার মতো মহান শিক্ষক পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি…।’

আরও পড়ুন-বনগাঁর অরুণিতার সঙ্গী উত্তরাখণ্ডের পবনদীপ, নতুন গান আনছেন জিৎ

আরও পড়ুন-শিক্ষক দিবসে ছোটবেলার স্মৃতিতে ফিরলেন ছোট পর্দার শিক্ষিকা ‘ইন্দিরা’

আরও পড়ুন-জন্মাষ্টমীর আনন্দের মাঝেই চুরি যাবে সোনার গোপাল, ফুলকির সঙ্গে মিলে খুঁজবে পর্ণা! কী ঘটবে?

শিক্ষক দিবসেও কাঞ্চনের ছবি পোস্ট শ্রীময়ীর

Advertisement

এদিকে জীবনের শিক্ষকদের মধ্যে কাঞ্চন মল্লিকের ছবি পোস্ট করা নিয়ে শ্রীময়ীকে ট্রোল করতে ছাড়েননি নেটপাড়ার একাংশ। কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘কে জানে উনি কাঞ্চন মল্লিকের থেকে কী শেখেন!’

এদিকে ২০২১-এ কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ীকে জড়িয়ে কিছু কম সমস্যা তৈরি হয়নি। কাঞ্চন-পত্নী পিঙ্কি চট্টোরাজ, শ্রীময়ীর নামে থানায় অভিযোগ দায়ের করেন। সেসময় সেটা নিয়েও কম জলঘোলা হয়নি। সেসময় সবে-সবে ভোটে জিতে রাজনৈতিক জগতে পদার্পন করেছিলেন অভিনেতা তখন। বর্তমানে বউ-ছেলের থেকে বেশ দূরেই থাকেন কাঞ্চন বর্তমানে। ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকেন পিঙ্কি। আদালতে চলছে কাঞ্চন-পিঙ্কির ডিভোর্সের মামলা। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।