Haranath-Ranjit Mullick: কালিম্পং-এর ভূতুড়ে বাড়িতে উঠে বেকায়দায় পার্নো ও ঋত্বিক! পৌঁছলেন রঞ্জিত মল্লিকও

Advertisement

‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এর ফের একবার হরনাথ চক্রবর্তীর ছবির হাত ধরে পর্দায় ফিরছেন রঞ্জিৎ মল্লিক। এই ছবিতে পরিচালকের সঙ্গী ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্র। ছবির নাম ‘তারকার মৃত্যু’। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি। মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির পোস্টার।

প্রযোজনা সংস্থার পোস্টার শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘আতঙ্ক? নাকি রহস্য? নাকি দুটোই!?’ পোস্টারে একটি ঘড়ির কাঁটার মধ্যে দেখা যাচ্ছে রঞ্জিৎ মল্লিক ও ঋত্বিক চক্রবর্তীর মুখ। ঠিক নিচেই চোখে-মুখে উদ্বেগ নিয়ে দৌড়াতে দেখা যাচ্ছে পার্নো মিত্রকে।

জানা যাচ্ছে, ছবির গল্পে ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্রকে বিবাহিত দম্পতি হিসাবে দেখা যাবে। ঋত্বিক এখানে চিত্রনাট্যকার, পার্নোকে একজন স্কুল শিক্ষকের ভূমিকায় দেখা যাবে। তাঁরা খুব প্রয়োজনীয় ছুটির জন্য কালিম্পং-এ যান এবং একটি বাংলো বুক করেন যেটি কিনা একটি ভুতুড়ে বাড়ি বলে পরিচিত।

এদিকে কালিম্পং-এর সেই বাড়িতে ঋত্বিক-পার্নোর থাকার সময়কালীনইকিছু অলৌকিক ঘটনা ঘটবে। যে ঘটনা একটি হত্যা রহস্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক এরপরেই সেখানে আসবেন একজন তদন্তকারী অফিসার যিনি সেই খুন ও বাড়ির চারপাশের রহস্যের তদন্ত শুরু করেন। এখানে তদন্তকারী আধিকারিকের ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে। তবে এরপরে ছবির গল্প কোন দিকে এগোবে, সেটা জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। 

‘তারকার মৃত্যু’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ সেপ্টেম্বর। এই ছবিতে রঞ্জিত মল্লিক, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী ছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন অনিন্দ্য পুলক বন্দোপাধ্যায়, প্রিয়াঙ্কা মণ্ডল এবং সোহম মজুমদার। সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজিত, এই থ্রিলারটির গল্প লিখেছেন হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।