পণের টাকা চাইতে এসে গালিগালাজ, জামাইকে শিকল দিয়ে বেঁধে রাখল শ্বশুরবাড়ির লোকজন

Advertisement

পনের বকেয়া টাকা চাইতে এসে শ্বশুরবাড়ি এসেছিল জামাই। তখনই তাঁকে শিকলবন্দি রাখল শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশবাজার থানার বুধিয়া বিশ্বাসপাড়া এলাকায়। মাত্র এক মাস আগে ওই বাড়ির মেয়ে জুবেইদার বিয়ে হয়েছিল রতুয়া থানার সুলতানগঞ্জের বাসিন্দা আকরম আলির সঙ্গে। আর্থিক সামর্থ না থাকায় বিয়ের সময় পণের পুরো টাকা দিতে পারেননি জুবেইদার বাবা। বিয়ের দিন 50 হাজার টাকা পণ দেওয়া হয় পাত্র আকরমকে।

গৃহবধূ জানান, বিয়ের কয়েক দিন পর থেকেই আমার স্বামী অত্যাচার শুরু করে। আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এক বস্ত্রে নিজেকে বাঁচাতে বাপের বাড়ি চলে আসি। এর পর পণের বকেয়া টাকার জন্য জন্য আমার স্বামী আমার বাড়ি আসে। বাড়িতে এসেই গালিগালাজ করতে থাকে সে। বাধ্য হয়ে বাড়ির লোকজন এবং এলাকাবাসী তাঁকে ঘরে বন্দি করে রাখে। এই খবর চাউর হতে চাঞ্চল্যও তৈরি হয়েছে।

তিনি যে অপরাধ করেছেন তা সাংবাদিকদের প্রশ্নের মুখে স্বীকার করেছেন আকরম। জুবেইদার পরিবারের তরফে জানানো হয়েছে, পণের টাকার দাবিতে মেয়েকে আর কোনও অত্যাচার করবে না, এই মুচলেকা দিলে তবেই জামাইকে ছাড়া হবে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।