Jawan: কলকাতায় জওয়ানের প্রথম দিনের প্রথম শো ভোর ৫টায়… আবারও ইতিহাস গড়লেন শাহরুখ

Advertisement

কলকাতা: আর মাত্র তিনদিন। শুরু হয়ে গিয়েছে কিং খানের আপকামিং ছবি ‘জওয়ান’ ছবি মুক্তির কাউন্টডাউন৷ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা৷ শাহরুখ খান মানেই টানটান উত্তেজনা৷ আর পাঠানের পরে অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে জওয়ান৷ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে অগ্রিম টিকিট বুকিংয়েও অনেকটাই এগিয়ে রয়েছে জওয়ানে৷ আরও একটা ক্ষেত্রে রেকর্ড গড়েছেন বাদশা। কলকাতায় জওয়ানের প্রথম দিনের প্রথম শো ভোর পাঁচটায়। বিশ্বাস না হলেও সত্যি। নিউটাউনের একটি হল ভোর পাঁচটায় জওয়ানের প্রথম শো দেখাচ্ছে।

Courtesy: BookMyShow

এক নয়, একাধিক অবতার নিয়ে পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ খান, বিজয় সেতুপতি, নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রার মতো তারকারা। আতলি পরিচালিত ‘জওয়ান’ নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। ইতিমধ্যে টিকিটের অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়েছে বলিউড কিংয়ের নতুন ছবি।

শুক্রবার সকাল ১০টা থেকেই শুরু হয়েছিল ‘জওয়ান’-এর টিকিটের প্রি-বুকিং। সেদিনই দুপুর ৩টের মধ্যেই সিনেমাটির হিন্দি সংস্করণের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা এসেছিল ছবির ঝুলিতে। দিল্লি বা মুম্বইয়ে টিকিটের দাম ছুঁয়েছে ২০০০ টাকার উপরে। কোথাও কোথাও তা ২,৪০০ টাকাতেও পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে ছবির টিকিটের দাম শুরু হচ্ছে ৬০ টাকা থেকে।

প্রজন্মের পর প্রজন্ম প্রেম, বিরহ, ভালবাসা বুঝতে শিখেছে তাঁকে দেখে। এখন ৫৭ -বছর বয়সে অ্যাকশনের বাজারও তিনিই কাঁপাচ্ছেন। দর্শকদের চাহিদা বুঝে নিজেকে বদলেও ফেললেন তিনি। শহরে এখনও পর্যন্ত সর্বোচ্চ টিকিটের দাম ১৮০০ ছাড়িয়েছে। সাউথ সিটি মলের আইনক্স ইনসিগনিয়াতে টিকিটের দাম ১৮৩০ টাকা। এরকম বিভিন্ন শপিং মলের আইনক্সে টিকিটের গাম ১০০০ ছাড়িয়েছে বা হাজার ছুঁই ছুঁই।

টিজার দেখেই ছিটকে গিয়েছিল ভক্তকুল। প্রথমবার কেশহীন বাদশা। দক্ষিণী পরিচালক ‘আতলি’-র ছবি ‘জওয়ান’-এর প্রিভিউ সাড়া ফেলে দিয়েছিল শুরুর দিনেই। এরপর একের পর এক গান। আর ট্রেলারে একদিকে অ্যাকশন হিরো বাদশার তেজ, অন্যদিকে পাগল প্রেমিক শাহরুখের আমেজ, দুইয়ের মিলনে জওয়ান যে জমজমাট হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Published by:Rachana Majumder

First published:

Tags: Jawan

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।