বিশেষ চাহিদা সম্পন্নদের মোটর গাড়িতে কর সম্পূর্ণ মুকুব, জারি হল বিজ্ঞপ্তি

Advertisement

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে থাকা গাড়িগুলির উপর থেকে কর মুকুব করে দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে মোটর ভেহিক্যাল কর থেকে অব্যাহতি দেওয়া হল। রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্নদের গাড়িগুলিকে কর প্রদানের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। রাজ্যের সমস্ত মোটর ভেহিক্যাল রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে এই বিষয়টি নিয়ে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। এটাই এখন চর্চিত খবর।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এই কর মুকুবের বিষয়ে রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহন বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্নদের কাছে থাকা মোটর গাড়িগুলিকে পশ্চিমবঙ্গ মোটর ভেহিক্যাল আইনের আওতায় কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তার ফলে ৪০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা বাড়তি উপকৃত হবেন। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরই গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয়। এদেরই কর মুকুবের সুযোগ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

কর মুকুবের নিয়ম কী?‌ নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে এখন থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের নামে থাকা মোটর গাড়ি রেজিস্ট্রেশন হলে সেটায় কর সম্পূর্ণ মুকুব করা হবে। মোটর ভোহিক্যাল কর মকুব হয়ে যাবে। এমনকী যতদিন পর্যন্ত বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তির নামে মোটর গাড়ি থাকবে ততদিনই এই ছাড় তিনি পেতে থাকবেন। মালিকানা হস্তান্তর হয়ে কোনও সুস্থ মানুষের নামে তা রেজিস্ট্রেশন হলে সেক্ষেত্রে দিতে হবে কর।

আরও পড়ুন:‌ ‘‌দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল’‌, ফেসবুক পোস্টে অনুপমের কড়া বার্তা কর্মীদের

আর কী জানা যাচ্ছে?‌ রাজ্যের পরিবহণ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ভারী শিল্পেমন্ত্রক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার আইন ২০১৮ অনুযায়ী ন্যূনতম ৪০ শতাংশ অর্থোপেডিক শারীরিক অক্ষমতাযুক্ত ব্যক্তিদের মোটর গাড়িকে দিব্যাঙ্গজন হিসাবে বিবেচনা করার সুবিধা দিয়েছে। আর তাঁদের যানবাহনে বিভিন্ন সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যে কয়েক লাখ বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য তাই কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সাধারণ সম্পাদক কান্তি গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘‌বিশেষভাবে সক্ষমদের মোট ২১টি ক্যাটাগরি আছে। যার মধ্যে মাত্র একটি ক্যাটাগরির জন্য এই কর ছাড় দেওয়া হল। তাতে আর কতজন উপকৃত হবেন?’‌

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।