‘এই নোংরা কথা বন্ধ কর’, ‘জওয়ান’ মুক্তির আগেই রেগে আগুন শাহরুখ, কার উপর চটলেন বাদশা? shah rukh khan slams a fan who mocked jawan s advance booking number on ask srk session – News18 Bangla

Advertisement

মুম্বই: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিং খানের আপকামিং ছবি ‘জওয়ান’ মুক্তির কাউন্টডাউন৷ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা৷ শাহরুখ খান মানেই টানটান উত্তেজনা৷ তেমনই সান ডে-র দিন একদম ফান মুডে সোশ্যাল মিডিয়ায় আস্ক এসআরকে সেশন রেখেছিলেন বাদশা৷ যদিও ভক্তদের সঙ্গে প্রায়শই এমনটা করে থাকেন অভিনেতা৷ ভক্তদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আচমকাই রেগে আগুন হলেন কিং খান৷

আস্ক এসআরকে সেশনে এক নেটিজেন শাহরুখকে প্রশ্ন করেন, জওয়ানের অগ্রিম বুকিংয়ে কতটা সত্যি আর কতটা জল মেশানে৷ এই প্রশ্ন শুনেই ক্ষোভ উগরে দেন অভিনেতা৷ কড়া জবাবে টুইটারে পোস্টে অভিনেতা লেখেন, সোশ্যাল মিডিয়ার মতো নোংরা কথা বলো না৷ ইতিবাচক ভাবনা নিয়ে এসো এবং সকলের জন্য মনের মধ্যে ভাল ভাবনা রেখো, জীবনে ভাল হোক৷ ভদ্রভাবেই কড়া জবাবে উত্তরটা দিয়েছেন কিং খান৷

Published by:Riya Das

First published:

Tags: Jawan, Shah Rukh Khan

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।