Train Fire at Malda: বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের এসি কামরায় আগুন, মালদায় দাঁড়াল ট্রেন

Advertisement

শনিবার ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেসের এসি কামরায় আগুনের ফুলকি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দ্রুত ট্রেনটিকে মালদায় দাঁড় করিয়ে দেওয়া হয়।

সূত্রের খবর, বি-১ কোচে এই আগুনের ফুলকি দেখা দেয়। এদিকে মালদা টাউন স্টেশনে ট্রেন থেকে দ্রুত নেমে পড়েন যাত্রীরা। সূত্রের খবর, ট্রেনটি মালদা টাউন স্টেশন ছেড়ে যাচ্ছিল সবে। তখনই ট্রেনের কামরায় আগুনের ফুলকি দেখা যায়। এরপরই দ্রুত ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। তবে দ্রুত ওই ট্রেনের কামরায় ঠিক কী সমস্যা দেখা দিয়েছিল তা দেখা হচ্ছে।

তবে সূত্রের খবর, মালদা স্টেশনে দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা হয়। কোথা থেকে এই আগুনের ফুলকি দেখা গিয়েছিল সেটা দেখা হচ্ছে। কোথাও কারিগরি ত্রুটি ছিল কি না সেটা দেখা হচ্ছে। তবে যাত্রীদের একাংশের মতে, ট্রেনটি যদি দ্রুত গতিতে ছুটত তবে বড় বিপদ হয়ে যেতে পারত। সেক্ষেত্রে আতঙ্ক একেবারে চেপে বসেছে যাত্রীদের মধ্য়ে। তবে শেষ পর্যন্ত রেল কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কীভাবে এই সমস্যা দেখা দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।