Tarak Singh: রাগ গলে জল! ইস্তফার ইচ্ছা থেকে সরে এলেন তারক সিং, কাজ হল মেয়রের ফোনে

Advertisement

শুক্রবারই প্রকাশ্য়ে এসেছিল মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ তারক সিংয়ে লড়াই। কলকাতায় জল জমা সংক্রান্ত একটি ফোনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বড় ফাটল তৈরি হয়েছিল। এমনকী পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেছিলেন তারক সিং। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় পুরসভার অন্দরে। তবে কার্যত ২৪ ঘণ্টার মধ্য়ে তারক সিংয়ের মানভঞ্জনে ময়দানে নামলেন মেয়র। আর মেয়র ফিরহাদ হাকিমের ফোন পেয়েই রাগ একেবারে গলে জল। ইস্তফার ইচ্ছা ভুলে তারক সিং বলেই ফেললেন, ইস্তফা দিচ্ছি না।

আর ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, তারক সিং দাদার মতো। তাঁর জ্বর হয়েছে। অসুস্থ। জ্বরের সময় মানসিকতা একটু অন্যরকম থাকে। তাই হয়তো রেগে গিয়েছেন। আমার সঙ্গে কথা হয়েছে।

সূত্রের খবর, টক টু মেয়র অনুষ্ঠানে এক ব্যক্তি ফোন করে মেয়রের কাছে নালিশ করেছিলেন তাঁর এলাকায় জল জমছে।এরপরই তিনি প্রশ্ন করেন আমার কী করণীয়? মেয়র তখন বলেন, আপনার আর কী করণীয়? করণীয় তো আমাদের। আমার পিসির ছেলে মারা গিয়েছিল। আমি ওর বাড়িতে গিয়েছিলাম। সেখানেও দেখি জল জমে রয়েছে। সেই সঙ্গে ফিরহাদ জানিয়েছিলেন তারক সিং তাঁকে নাকি জানিয়েছিলেন কোথাও জল জমার খবর নেই। তারপরেও কেন জল জমার এত খবর? প্রশ্নটা ওঠে এখানেই। আর মেয়র পারিষদ নিকাশি তারক সিংয়ের বিরুদ্ধে ওঠে গাফিলতির অভিযোগ।

তারপরই অভিমানি মেয়র পারিষদ ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।এমনকী তিনি জ্বর নিয়ে কতটা খোঁজ রাখছেন সেকথাও জানিয়েছিলেন তিনি।

তবে শনিবার তারক সিং দাবি করেন মেয়র তাঁকে ফোন করেছিলেন। তাঁদের মধ্যে কথা হয়েছে। তিনি ইস্তফা আপাতত দিচ্ছেন না।

তবে পুরসভার অন্দরে কান পাতলে শোনা যায় তারক সিংয়ের প্রতি বেশ আস্থাভাজন ফিরহাদ হাকিম। তবে শুক্রবার দিনটা কোনওভাবে তাঁদের মেজাজ কিছুটা হয়তো অন্যরকম ছিল। সেক্ষেত্রে জল জমা নিয়ে অভিমানের জল অন্যদিকে গড়িয়েছিল। তবে এদিন মেয়রের ফোনে যাবতীয় রাগ কার্যত গলে জল হয়ে গেল। হাঁফ ছেড়ে বাঁচলেন অনুগামীরা।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।