MBSG vs EB Durand Cup Final: ডার্বি হারের বদলা ফাইনালে নিতে চান? স্পষ্ট করলেন মোহনবাগানের স্ট্রাইকার সাদিকু

Advertisement

শুভব্রত মুখার্জি: চলতি ডুরান্ড কাপের মরশুমের দ্বিতীয় ডার্বিতে ফের মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ১৬৫৭ দিন পরে এই ডার্বি জয় সম্ভব হয়েছে ইস্টবেঙ্গলের। আর এই ম্যাচেই ভারতের মাটিতে অভিষেক হয়েছিল মোহনবাগানের আর্মেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর। তবে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। সেই তাঁর করা বিশ্বমানের গোলেই ডুরান্ড কাপের সেমিফাইনালে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে মোহনবাগান। আর ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে রীতিমতো হুঙ্কার শোনা গেল সাদিকুর গলাতে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনালকে যে তিনি বদলার ম্যাচ বলেই দেখছেন তা স্পষ্ট করে দিয়েছেন।

১৯ বছর বাদে ডুরান্ড কাপের ফাইনালে ফের অনুষ্ঠিত হতে চলেছে ডার্বি ম্যাচ। ফলে সেই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা উন্মাদনা তো রয়েইছে। সেই উন্মাদনার পিছনে নতুন করে যেন আগুন জ্বালালেন সাদিকু। তাঁর বদলা নেওয়ার কথায় ডার্বির উত্তাপ যেন বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বলতে গিয়েই আর্মান্দো সাদিকু জানিয়েছেন, ‘ব্যক্তিগতভাবে আমি বলব হ্যাঁ, আমি বদলা নিতে চাই। মোহনবাগানের হয়ে আমার অভিষেক ম্যাচ ছিল ডার্বি ম্যাচ। ওইভাবে আমি একেবারেই ভালো খেলিনি। বলা যায় খুব খারাপ খেলেছি। আর সেই কারণেই বদলা নিতে ব্যক্তিগতভাবে মুখিয়ে রয়েছি আমি। আমার সেরাটা দেব দলের হয়ে যাতে আমি গোল করতে পারি এই ম্যাচে সেটাও চেষ্টা করব। এই ট্রফিটা (ডুরান্ড ) আমার দলের হয়ে জিততেই হবে।’

সেমিফাইনালে জয়ের পরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলা নিয়ে জুয়ান ফেরান্দো জানিয়েছেন, ‘আমার কাছে সবথেকে বড় বিষয় যেটা সেটা হল ফাইনালের আগে ফুটবলারদের দ্রুত সুস্থ হওয়া। আমাদের ফাইনাল ম্যাচ খেলা রয়েছে রবিবার। ফলে হাতে বেশ কিছুটা সময় রয়েছে রিকভারির। রিকভারির পরবর্তীতে আমরা ফাইনালের প্রস্তুতি শুরু করব। এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইনালে আমাদের প্রতিপক্ষকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আমাদের এই মুহূর্তে সমস্ত মনসংযোগ রয়েছে নিদেদের দলকে নিয়ে।’

বদলার বিষয়টি নিয়ে ফেরান্দো অবশ্য বলেছেন, ‘না। এটা প্রাক মরশুম একটা টু্র্নামেন্ট। এখানে এই বদলার কোনও বিষয় আমাদের মাথাতে নেই। এখানে বিভিন্ন পজিশনে বিভিন্ন ফুটবলারকে খেলিয়ে খেলিয়ে তৈরি করাটাই আসল লক্ষ্য।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।