Aditya L1 Mission Launch Live: চন্দ্র জয়ের পর সৌর অভিযানে ভারত, আজ লঞ্চ হবে আদিত্য L1

Advertisement

সকাল ১১ টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ভারতের প্রথম সৌরযান। গতকাল থেকেই শুরু হয়েছে এই সৌরযান লঞ্চের কাউন্টডাউন। বাড়ি বসেই এই স্যাটেলাইট উৎক্ষেপণ দেখা যাবে। আবার এই বিষয়ে যাবতীয় তথ্য জানতে চোখ রাখতে পারেন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

02 Sep 2023, 06:32:29 AM IST

Aditya L1 Mission: আদিত্যর সাফল্য কামনায় মন্দিরে ইসরোর বিজ্ঞানীরা

শুক্রবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার সুল্লুরপেটার শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে আসেন ইসরোর চেয়ারম্যান। মন্দিরের এক আধিকারিক জানিয়েছেন, সকাল ৭ টা ৩০ মিনিট নাগাদ আসেন তিনি। ভারতের প্রথম সূর্যযান আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সাফল্য কামনায় পুজো দেন। প্রার্থনা করেন। যে মন্দিরে চন্দ্রযান-৩ মিশনের সময়ও সেই মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর প্রধান।

02 Sep 2023, 06:28:38 AM IST

Aditya L1 Mission Launch Live: কখন থেকে, কোথায় দেখা যাবে আদিত্য এল১-এর উৎক্ষেপণ?

ইসরোর তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১১ টা ২০ মিনিট থেকে আদিত্য-এল১ মিশনের সরাসরি সম্প্রচার শুরু হবে। অর্থাৎ উৎক্ষেপণের ৩০ মিনিট আগে থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের সরাসরি সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। ইসরোর ইউটিউব পেজ, ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইসরোর ফেসবুক পেজ, টিভিতে ডিডি ন্যাশনাল চ্যানেল, হিন্দুস্তান টাইমস বাংলা এবং হিন্দুস্তান টাইমস বাংলার সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখা যাবে আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার। 

02 Sep 2023, 06:26:31 AM IST

Aditya L1 Mission Launch: মহাকাশে পাড়ি দেবে আদিত্য, অপেক্ষা কিছুক্ষণের

আজ সকাল ১১ টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ভারতের প্রথম সৌরযান। সূর্যের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য আদিত্য-এল১ উৎক্ষেপণ করা হচ্ছে। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।