মুম্বই: বহু অপেক্ষা শেষে ৩১ অগাস্ট সকালে প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’-এর ট্রেলার। ছবির টিজার দেখেই সাড়া পড়ে গিয়েছিল অনুরাগীদের মধ্যে। ট্রেলার মুক্তির পর সেই উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘জওয়ান’-এর টিকিটের প্রি-বুকিং। মুক্তির ৭ দিন আগে থেকেই শুরু হয়েছে বুকিং। নির্মাতারা আশা করেছিলেন এই ছবির আগাম বুকিং-এ বেশ ভাল সাড়া পাওয়া যাবে। কিন্তু তা যে এই ভাবে ঝড় তুলবে তা আশাতীত ছিল।
পাঠানের রেশ কাটার আগেই বলিউডের বাদশা জানিয়েছিলেন, তিনি ফিরছেন ‘জওয়ান’ হয়ে। এই খবর প্রকাশ পেতেই ভক্তদের উচ্ছ্বাস-উন্মাদনা শুরু হয়ে গিয়েছিল। আর তা আরও উস্কে দিয়েছিল টিজার। সেখানে শাহরুখের নানা লুকে মুগ্ধ হয়েছিল অনুরাগীরা। এখানেও অ্যাকশন অবতারে শাহরুখকে দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। প্রি-বুকিং-এর শুরুতেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে চার কোটি টাকার বেশি।
আরও পড়ুন: বেটেকো হাত লাগানে সে পহেলে বাপ সে বাত কর… ‘জওয়ান’-এর ঝলকে শাহরুখের মুখে কি আরিয়ান-প্রসঙ্গ
শুক্রবার সকাল ১০টা থেকেই শুরু হয়েছিল ‘জওয়ান’-এর টিকিটের প্রি-বুকিং। সেদিনই দুপুর ৩টের মধ্যেই সিনেমাটির হিন্দি সংস্করণের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা এসেছিল ছবির ঝুলিতে। তামিল সংস্করণ থেকে এসেছে প্রায় ১৫-২০ লক্ষ টাকা। দেখা গিয়েছে সব মিলিয়ে এখনও ‘জওয়ান’-এর ভাঁড়ারে এসেছে চার কোটিরও বেশি।
আরও পড়ুন: জল্পনার অবসান, মুক্তি পাচ্ছে টাইগার-৩! ঘোষণা করা হল ছবি মুক্তির সময়
গত এপ্রিল মাসে মুক্তি পাওয়া সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রি-বুকিং-এ ছবির আয় হয়ে ছিল মোট ৩ কোটি ৩৯ লক্ষ টাকা। সেই হিসেবে শাহরুখ প্রথম দিনেই টপকেছে সলমনকে। প্রি-বুকিং যে আরও বাড়বে তা নিয়ে যথেষ্ঠ আশাবাদী নির্মাতারা।
শাহরুখ অভিনীত, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। ইতিমধ্যেই এই ছবির টিকিটের প্রি-বুকিং ভেঙেছে বহু ছবির রেকর্ড। এই ছবিতে শাহরুখের পাশাপাশি দীপিকা পাডুকোন, নয়নথারা ও বিজয় সেতুপতিকে দেখা যাবে। ‘পাঠান’ আয় করেছিল ১১০০ কোটি টাকা। প্র-বুকিংয়েই যে ভাবে পাল্লা ভারী এই ছবির তাতে অনেকে মনে করছেন নিজের রেকর্ড নিজেই ভাঙবেন বাদশা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salman Khan, Shah Rukh Khan