Sa Re Ga Ma Pa 2023: অটিজম কেড়েছে কথা, তবে সুরেলা কার্তিককে থামায় কে? সা রে গা মা পা-এর মঞ্চে ‘মিরাকেল’ দেখুন

Advertisement

কলকাতা: ওরা অন্যরকম, এটা মানতেই হবে। কিন্তু কথায় বলে, সঙ্গীতের কোনও ভাষা হয় না। সত্যিই যেন সা রে গা মা পা-২০২৩-এ মঞ্চে এবার সেকথাই সিলমোহর দিলেন ছোট থেকে অটিজমে আক্রান্ত যুবক প্রতিযোগী কার্তিক কুমার কৃষ্ণমূর্তি। রোগ মুখের কথা কেড়ে নিলেও, গানের স্বর-সুর-তাল-লয়-ছন্দ-জ্ঞান-প্রেম সর্বোপরি ইচ্ছেটাকে কেড়ে নিতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল এই ভিডিও হাজার হাজার মানুষকে জীবনীশক্তি সঞ্চার করছে। ভাইরাল হয়েছে কার্তিকের গলায় ‘ওরে পিয়া’ গানটি। একে ‘মিরাকেল’ ছাড়া আর কী-ই বা বলা যায়!

কার্তিকের মা ও বাবা মঞ্চে নিয়ে এসেছিলেন কার্তিককে। অটিজমের কারণে কারও কথা চট করে বুঝতে পারেন না কার্তিক। তবে ধীরে ধীরে, ছোট ছোট করে বললে ধরতে পারেন। উত্তরও দেন। তবে সমস্যা হল, সামনে কেউ কথা বললেই সেটি ফের কার্তিক বলতে শুরু করেন। সঙ্গীত প্রতিযোগিতার মঞ্চে বিচারকের আসনে ছিলেন গায়িকা নীতি মোহন, সুরকার-সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া ও অনু মালিক।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Songs, Viral song, Viral Video

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।