Murder in Minister’s House: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে রহস্যজনক ভাবে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ, অভিযুক্ত মন্ত্রীপুত্র

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। অভিযোগ, সেই যুবককে গুলি করে খুন করা হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠছে মন্ত্রী কৌশলের ছেলে বিকাশ কিশোরের দিকে। জানা গিয়েছে, ঘটনাটি আজ ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ঘটেছে। উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে কৌশলের বাড়িতে এই খুন হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে। তাদের জেরা করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব।

এদিকে ঘটনার পর মৃত বিনয়ের পরিবারের সদস্যরা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন। এক পুলিশ কর্তা ঘটনা প্রসঙ্গে জানান, সকালে এই খুনের খবর জানতে পারার পরই এখানে আসে বিশাল বাহিনী। এখনও প্রচুর সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে ঘটার। পশ্চিমাঞ্চলের ডিজিপি রাহুল রাজ এবং এডিসিপি চিরঞ্জীবী নাথ সিনহাও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করেছে। এই পিস্তল দিয়েই বিনয়কে খুন করা হয় বলে অনুমান।

ঘটনা প্রসঙ্গে মন্ত্রী নিজে বলেন, ‘এটা তদন্তের বিষয়। ফরেনসিক দল ও পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। আমরা নিহতদের পরিবারের সদস্যদের সমর্থনে দাঁড়িয়েছি। ঘটনাটি ঘটার সময় বাড়িতে কে ছিলেন তা আমার জানা নেই।’

এদিকে বিনয়ের মৃতদেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটাস্থল থেকে উদ্ধার পিস্তলটিও ফরেন্সিকে পাঠানো হয়েছে। এদিকে উত্তরপ্রদেশে কোনও মন্ত্রীপুত্রর বিরুদ্ধে এর আগেও উঠেছে খুনের অভিযোগ। ২০২১ সালের অক্টোবরে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৪ কৃষককে চাপা দিয়ে চলে গিয়েছিল একটি গাড়ি। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র সেই গাড়িতে ছিল বলে অভিযোগ। সেই ঘটনায় অজয় মিশ্রর ছেলে আশিসকে গ্রেফতারও করা হয়েছিল। সেই মামলা আপাতত আদালতে বিচারাধীন।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।