Aparna Nair Death: বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রীর নিথর দেহ! শেষ পোস্টে মেয়েকে জড়িয়ে আবেগঘন বার্তা

Advertisement

অভিনেত্রী অপর্ণা নায়ারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালায়ালি ইন্ডাস্ট্রিতে! বৃহস্পতিবার তিরুবন্তপুরমের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৩১ বছর বয়সী অপর্ণার অস্বাভাবিক মৃত্যুর খবর হাসপাতালে তরফেই পৌঁছায় পুলিশের কাছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কারামানা পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

মালায়ালি ফিল্ম ও টেলিভিশনের পরিচিত মুখ অপর্ণা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ অপর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করে পিআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষরক্ষা হয়নি। অভিনেত্রীর স্বামী এবং পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যাচ্ছে, যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, বাড়িতেই ছিলেন তাঁর মা এবং বোন। 

মৃত্যুর ২২ ঘন্টা আগে শেষ ইস্টাগ্রাম পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নিজ ছোট মেয়ের সঙ্গে মিষ্টি ভিডিয়ো করেছিলেন অপর্ণা। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঘুমপাড়ানি গান, মেয়ের উদ্দেশে লেখেন- ‘আমার উন্নি, ছোট্ট মিষ্টি মেয়ে’। অপর্ণার শেষ পোস্ট দেখে চোখে জল অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দুই মেয়ে ও স্বামী সঞ্জীতের সঙ্গে ছবি পোস্ট করতেন অপর্ণা। তাঁর কথায় ‘সঞ্জীত আমার শক্তি আর সাহস’। 

তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’-এর মতো অজস্র হিট ছবির অংশ থেকেছেন অপর্ণা নায়ার। মোহনলাল অভিনীত ‘চন্দ্রমুখী’ ছবিতে পাঞ্চালির চরিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা। ‘মাল্লু সিং’, ‘থাট্টাথিন মারায়াথু’, ‘জোশিয়াস রান বেবি রান’-এর ছবিরও অংশ থেকেছেন অপর্ণা। চরিত্রাভিনেত্রী হিসাবে মালায়ালি ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন তিনি। তাঁর অন্যতম চর্চিত মেগা সিরিয়াল ‘চান্দনামাজা’ এবং ‘আত্মসাক্ষী’। 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।