কলকাতা: শেষ জি বাংলা সারেগামাপা-র মঞ্চে ফাইনালে পৌঁছেছিলেন কালিম্পঙের অ্যালবার্ট কাবো লেপচা। গান না শিখেও, গান গেয়ে সঙ্গীতের মঞ্চে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি। প্রতিযোগিতায় জয়ী হতে না পারলেও ভিউয়ার্স চয়েসের নিরিখে প্রথম হয়েছিলেন। এরপর ফের জীবনের এক গভীর ক্ষতর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কাবো।
রিয়্যালিটি শো-এর মঞ্চেেই স্ত্রী পূজা ও সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কাবো। তিনি যে বিবাহিত সে খবর জানতেন না অধিকাংশ অনুরাগীই। কাবো জানান তাঁর স্বপ্নপূরণের শরিক স্ত্রী পূজা ছেত্রী। কিন্তু আচমকাই শো শেষ হওয়ার কয়েকদিন পর নিজের সন্তানকে চিরতরে হারান কাবো। তবে তিনি থেমে থাকেননি। ফের একবার স্ত্রীর অনুপ্রেরণা ও তাঁর মুখের দিকে তাকিয়েই লড়াইয়ে নেমেছেন কাবো।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Albert Kaboo Lepcha, SAREGAMAPA 2023