মিতুল আর মিষ্টি। বহরমপুর মাতিয়ে রাখত এই দুই খুদে। হাতে হাত দু’জনের। আপাত ভাবে হাত দু’টি একসঙ্গে না থাকলেও ছাড়াছাড়ি হয়নি কোনও দিনও। ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার পর সে কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁর চিকিৎসক দিদি ঐশ্বর্য শর্মা। আজ প্রায় নয় মাস হয়ে গেল ঐন্দ্রিলা নেই। মিথ্যে হয়ে গিয়েছে সব প্রার্থনা, বিজ্ঞান৷ মিথ্যে হয় নি কেবল মৃত্যু৷ জীবনের সবচেয়ে অপ্রিয়, অথচ সবচেয়ে কঠিন সত্যির সামনে দাঁড়াতে হয়েছে একটা পরিবারকে৷
বোনকে এক মুহূর্তের জন্যও ভোলেননি ঐশ্বর্য। ইনস্টাগ্রামে একটি পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর বিভিন্ন মুহূর্ত ধরা আছে সেখানে। তিনি লিখেছেন, “প্রতিদিন আরও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাপি রাখি বোনু।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aindrila Sharma, Rakshabandhan 2023