তিরুবনন্তপুরম: প্রয়াত মালায়ালম অভিনেত্রী অপর্ণা নায়ার। ৩১ অগাস্ট, বৃহস্পতিবার তাঁর বাসগৃহ থেকে ৩১ বছর বয়সি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
কর্ণাটকের বাড়ি থেকে উদ্ধার হয় অপর্ণার নিথর দেহ। তার পরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। অপর্ণাকে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা ঘোষণা করেন। অভিনেত্রীর স্বামী এবং দুই কন্যা আছে।
আরও পড়ুন: বাংলাদেশে বসেই ‘জওয়ান’ বন্দনা সায়ন্তিকার, ট্রেলার দেখলেন অভিনব উপায়ে
আরও পড়ুন: বিয়ে ভাঙতেই অন্যজনে মজে নবনীতা? স্ত্রীর কর্মকাণ্ডে কী হাল জিতুর, বললেন অবশেষে
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অপর্ণা পরিচিত নাম। ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’-তে মুখ্য চরিত্রে অভিনয় করে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তরুণ অভিনেত্রীর অকাল মৃত্যুূতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। অপর্ণার অকাল প্রয়াণ নিয়ে ঘনাচ্ছে রহস্য। আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actress Death, Death News