কলকাতা: সব্যসাচী চক্রবর্তীর ঘরে আরও এক নতুন সদস্যের আগমনের সুখবর। স্ত্রী, দুই ছেলে, দুই বৌমা, এক নাতনিকে নিয়ে ভরা সংসার বর্ষীয়ান অভিনেতার। এবার আরও এক সদস্যের আসার আনন্দে আত্মহারা।
পয়লা বৈশাখের শুভ দিনে সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। মা হতে চলেছেন তিনি। আর মাত্র কয়েকটা দিন। তার পরেই তাঁর এবং গৌরব চক্রবর্তীর কোলে আসতে চলেছে একরত্তি। পয়লা বৈশাখে সুখবর দিয়ে স্বামীর সঙ্গে ছবি দিয়ে হবু মা লিখেছিলেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’
আর কয়েক দিনের মধ্যেই চলে আসবে নতুন সদস্য। বৃহস্পতিবার ছিল ঋদ্ধিমার সাধের অনুষ্ঠান। পরেছিলেন লাল সিল্কের শাড়ি। সঙ্গে সোনার গয়না, খোঁপায় সাদা ফুল। সম্প্রতি মা-কে হারিয়েছেন ঋদ্ধিমা। মায়ের ছবি পাশে নিয়েই হল তাঁর সাধভক্ষণ অনু্ষ্ঠান। গৌরবের বাবা-মা এবং ঋদ্ধিমার বাবা মিলেই এই আয়োজন সেরেছেন। তবে এদিন মায়ের ছবি সঙ্গে নিয়েই সাধ খেয়েছেন ঋদ্ধিমা।
২০১৭ সালে ২৮ শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব ও ঋদ্ধিমা৷ বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন তারকা দম্পতি৷ প্রতি মুহূর্তে নতুন প্রাণের উপস্থিতি উপভোগ করছেন হবু মা৷ প্রেগন্যান্সির প্রতিটা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ঋদ্ধিমা৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ তারপরই কোল আলো করে আসবে তাঁদের সন্তান৷