West Bengal
oi-Dibyendu Saha
West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে এখনও পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা কম। সাধারণভাবে বর্ষার জুন ও জুলাই মাস অতিক্রান্ত। হাত থাকছে অগাস্ট আর সেপ্টেম্বর। তাতে অগাস্টের শুরুতেই যে দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টি হবে, তা অন্তত বলা যাচ্ছে না।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
৩০জুলাই | ২৭ | ৩২ | সাধারণভাবে মাঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
৩১জুলাই | ২৭ | ৩২ | একই |
১জুলাই | ২৭ | ৩১ | একই |
২জুলাই | ২৭ | ৩২ | একই |
৩জুলাই | ২৮ | ৩১ | ……. |
West Bengal Weather: দক্ষিণবঙ্গে কি ১-৩ অগাস্ট ঝড়বৃষ্টির দাপট? উত্তরবঙ্গের পরিস্থিতিই বা কী, একনজরে পূর্বাভাস
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩০ ও ৩১ জুলাই রবিবার ও সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১ ও ২ অগাস্ট মঙ্গলবার ও বুধবার আপাতত উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ৩ অগাস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather News: সকাল থেকেই মেঘের আনাগোনা আকাশে, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা জেনে নিন
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩০ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের দুই জেলা পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ৩১ জুলাই সোমবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ১ ও ২ অগাস্ট মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
- ৩ অগাস্ট বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়ে মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ ঘন্টা প্রায় ৪৫ কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে ১-৩ অগাস্টের মধ্যে। যে কারণে ওই তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।
English summary
West Bengal Weather Forecast: Heavy rain likely to be happen in North Bengal in the end of this week and South Bengal face heavy rain in two to three Dists and Next 5 days weather