24 Parganas
oi-Manojit Maulik
Water Problem: ভাটপাড়া পুরসভায় ফের নাগরিক পরিষেবার বেহাল ছবি সামনে এলো। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের সঙ্গে কয়েকদিন ধরেই পোকা পড়ছিল। পোকার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে।
রাজ্য জুড়ে ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু নিয়ন্ত্রণে ভাটপাড়া পুরসভা যে উদাসীন সেই অভিযোগ উঠেছে আগেই। সুরাহা মেলেনি। তারই মধ্যে পানীয় জলে পোকা থাকার চাঞ্চল্যকর অভিযোগ।

Suvendu Adhikari: মমতার আছে চার ‘ডেঙ্গি বিশেষজ্ঞ’! ‘অষ্টম আশ্চর্য’ তৃণমূলের পরিণতি নিয়ে সতর্ক করলেন শুভেন্দু
ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলে ছোট ছোট পোকা দেখতে পান এলাকাবাসীরা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পৌঁছয় কাউন্সিলর শংকরী দত্তের কাছে। তিনি খবর দেন পুরসভায়। ঘটনাস্থল ঘুরে দেখে অভিযোগের সত্যতা স্বীকার করেন। তবে কী পোকা, কোথা থেকে আসছে তা তাঁর পক্ষে বলা সম্ভব নয় বলে জানান কাউন্সিলর।
কাউন্সিলরের কথায়, আমি দলেরই একজনের কাছে খবর পেয়ে এসেছি। ভাটপাড়া পুরসভায় দু’রকম পানীয় জল সরবরাহ করা হয়। একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে। আরেকটি বোরিং পদ্ধতিতে। যখন ওয়াটার ট্রিটমেন্টের জল বন্ধ হয়ে যায় তখন বোরিং পদ্ধতিতে চালু করা হয়। কোথা থেকে পোকা আসছে তা পুরসভার বিশেষজ্ঞরাই বলতে পারবেন।

Suvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দুর ‘দুসরা’য় পঞ্চায়েত সমিতিতে বাজিমাত? নয়া চ্যালেঞ্জে কাঁপুনি তৃণমূলে
এলাকার মানুষ দেখান কারও বালতিতে, কারও বোতলে ভরা জলে পোকার ছবি। পুরসভার জল পারিষদ অমিত গুপ্তা বলেন, খবর পাওয়া মাত্রই আমি ছুটির দিনেও পুরকর্মীদের ওই এলাকায় পাঠিয়েছি। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে। আগামী দিনে কোনও সমস্যা যাতে না হয় তার জন্য তৎপর থাকব। তবে পোকা কেন জলের সঙ্গে এলো তার সদুত্তর মেলেনি।
ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন অশীতিপর রেবা রাহাকে নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ করেও লাভ হয় না। পুরসভার চেয়ারপার্সন ও তাঁর বিধায়ক পুত্র সোমনাথ শ্যামের কাজকর্মে ক্ষোভ রয়েছে শাসক দলের অন্দরেই। বিভিন্ন ওয়ার্ডের নিকাশি নালাও পরিষ্কার করা হয় না বলে অভিযোগ। এতটাই দুর্গন্ধ যে কাউন্সিলর নাকে কাপড় চাপা দিয়ে যান। কিন্তু সমস্যার সমাধান হয় না বলেই অভিযোগ।
এই পরিস্থিতিতে ডেঙ্গু আতঙ্কের মধ্যে পানীয় জলে ফ্রিতে পোকা মেলায় আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন ভাটপাড়ার বাসিন্দারা।
English summary
Water Problem: Unidentified Insects Found In Drinking Water. People Staged Protest Against Bhatpara Municipality.
Story first published: Sunday, July 30, 2023, 21:13 [IST]