Suvendu Adhikari: মমতার আছে চার ‘ডেঙ্গি বিশেষজ্ঞ’! ‘অষ্টম আশ্চর্য’ তৃণমূলের পরিণতি নিয়ে সতর্ক করলেন শুভেন্দু | Suvendu Adhikari warns about the final outcome of Trinamool Congress

Advertisement

West Bengal

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News
Advertisement

Suvendu Adhikari: মগরাহাটে খুনের ঘটনা দুঃখজনক। এদিন নন্দীগ্রামে মন কি বাতের পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারী বলেন, এঁদের পরিণতি এটাই হবে।

বিরোধী দলনেতা অভিযোগ করে বলেন, এরা ভোট দিতে দিচ্ছে না, জেলার পরে সার্টিফিকেট কেড়ে নেবেন। জেতার পরেও শান্তি নেই। জেলার পরে ছোট ছোট বাচ্চা-বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে থাকতে হবে। একটা ঘরে ২০ জন মহিলা, অপর ঘরে ৩০ জন পুরুষ। এইভাবে যদি মানুষজনকে অধিকার থেকে বঞ্চিত করা হয়, এই ধরণের ঘটনা ঘটবেই।

Suvendu Adhikari

প্রসঙ্গত শুক্রবার রাতে মগরাহাটে জয়ী তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী মইমুর ঘরামিকে কুপিয়ে খুন করা হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে ধারাবো অস্ত্রের কোপ মারা হয়। গুলিতে জখম হন নিহতের সঙ্গীও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যবসা সংক্রান্ত কারণেই এই খুন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল আর পুলিশে কোনও তফাত নেই। পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের গুণ্ডারা পঞ্চায়েত নির্বাচন লুট করেছে। তিনি বলেন, নন্দীগ্রামে নজরদারি বেশি ছিল বলে সেখানে ১০০ শতাংশ চুরি করতে না পারলেও কোথাও ১০ কোথাও ২০ শতাংশ চুরি করেছে।

Suvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দুর 'দুসরা'য় পঞ্চায়েত সমিতিতে বাজিমাত? নয়া চ্যালেঞ্জে কাঁপুনি তৃণমূলেSuvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দুর ‘দুসরা’য় পঞ্চায়েত সমিতিতে বাজিমাত? নয়া চ্যালেঞ্জে কাঁপুনি তৃণমূলে

তিনি বলেন, এদের কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, ব্যালট খাওয়া হয়ে গিয়েছে। এবার তারা চেষ্টা করছে কীভাবে ইভিএম খাবে। তাই এদের পশ্চিমবঙ্গে তাড়ানো ছাড়া গতি নেই। তিনি বলেন, তৃণমূল হল পশ্চিমবঙ্গের অষ্টম আশ্চর্য।

ডেঙ্গি নিয়ে প্রশ্ন করু হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন ডেঙ্গু বিশেষজ্ঞ মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে কোথাও ডেঙ্গি নেই। বাংলাদেশ থেকে ডেঙ্গি আসছে। মুখ্যমন্ত্রী তাঁর দলের চার ডেঙ্গি বিশেষজ্ঞকে নিয়ে বাংলাদেশে হাসিনার কাছে যান, এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা।

কংগ্রেস-বাম জোটে ভাঙন অব্যাহত, মুর্শিদাবাদ-রাজগঞ্জে পঞ্চায়েত সদস্যদের যোগদান তৃণমূলেকংগ্রেস-বাম জোটে ভাঙন অব্যাহত, মুর্শিদাবাদ-রাজগঞ্জে পঞ্চায়েত সদস্যদের যোগদান তৃণমূলে

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্ণিত চার ডেঙ্গি বিশেষজ্ঞ হলেন, আরাবুল ইসলাম, সওকত মোল্লা, শাহজাহান শেখ এবং জাহাঙ্গিরকে সঙ্গে নিয়ে যান। তাহলে সীমান্তে কী করে ডেঙ্গি রোখা যায়, তার পরিকল্পনা তৈরি করা যাবে।

BJP’s reshuffling: ২০২৪-এর লোকসভায় বিজেপির পাখির চোখ উত্তরপ্রদেশ আর মুসলিম ভোটে BJP’s reshuffling: ২০২৪-এর লোকসভায় বিজেপির পাখির চোখ উত্তরপ্রদেশ আর মুসলিম ভোটে

English summary

Criticising Mamata Banerjee and Panchayat election Suvendu Adhikari warns about the final outcome of Trinamool Congress

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।