West Bengal
oi-Sanjay Ghoshal
শুধু বাম-কংগ্রেসেই নয়, বিজেপিতেও ভাঙন ধরাল তৃণমূল। এমনকী নির্দলদের দলে যোগদান করানো হবে না বলে ঘোষণা করা হলেও, তাঁদেরকে নিয়েও দল ভারী করল তৃণমূল। আসলে পঞ্চায়েতে বোর্ড গঠনই দস্তুর। তাই নীতির বাইরে হেঁটেও দলে যোগদান করানো হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও সমিতি সদস্যদের।
তৃণমূল উত্তর দিনাজপুরে যোগদান কর্মসূচি করল ঘটা করে। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়িতে মহাসমারোহে যোগদান করলেন নির্দল, বিজেপি ও কংগ্রেসের জয়ী প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনের বিরোধী দলের টিকিটে জিতে সদস্যরা যোগদান করেন জেলা সভাপতি কানাইয়া আগারওয়ালের বাসভবনে এক অনুষ্ঠানে।

কংগ্রেস-বাম জোটে ভাঙন অব্যাহত, মুর্শিদাবাদ-রাজগঞ্জে পঞ্চায়েত সদস্যদের যোগদান তৃণমূলে
এই যোগদান সভা অনুষ্ঠিত জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের লোহার পট্টির বাসভবনে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গায়সাল ২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১৪ আসনবিশিষ্ট এই পঞ্চায়েত সাতজন নির্দল প্রার্থী, একজন বিজেপি প্রার্থী, দুজন কংগ্রেস প্রার্থী ও চারজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়ী হন।
এদিন এই যোগদান কর্মসূচিতে আট জন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, দুজন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য যোগদান করেন। এই ১০ জন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন ও তৃণমূল যুব রাজ্যের সহ-সভাপতি কৌশিক গুণের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, ১০ জন পঞ্চায়েত ও সমিতি সদস্যকে এদিন দলে গ্রহণ করা হল। আগামীদিনে গাইসাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি জনসভা করা হবে। সেখানে তাঁরা আনুষ্ঠানিকভাবে জয়েন করবেন। তাঁরা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন।

Suvendu Adhikari: মমতার আছে চার ‘ডেঙ্গি বিশেষজ্ঞ’! ‘অষ্টম আশ্চর্য’ তৃণমূলের পরিণতি নিয়ে সতর্ক করলেন শুভেন্দু
পাশাপাশি জেলা সভাপতি এও জানান, যাদের বহিষ্কার করা হয়েছিল তাদের দলে পুনরায় নেওয়া হবে না। ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, মানুষের দাবি মেনে তাঁদের এদিন যোগদান করানো হল। তৃণমূলের ছত্রছায়াতে থাকতে চান তারা। তিনি বলেন, যাদের আমরা দলে নিয়েছি তাঁদের কাউকে আমরা দল থেকে বহিষ্কার করিনি।
তাঁর কথায়, মানুষের সমর্থনে যাঁরা জিতে এসেছেন তাঁদেরকেই দলে নেওয়া হয়েছে। যাঁরা টিকিট না পেয়ে দাঁড়িয়েছিলেন, যাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের নেওয়া হবে না। যাঁরা সমাজে বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত, প্রার্থী পছন্দ না হওয়ায় মানুষ তাদের দাঁড় করিয়েছিল, তাঁদেরকেই দলে নেওয়া হয়েছে।
Suvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দুর ‘দুসরা’য় পঞ্চায়েত সমিতিতে বাজিমাত? নয়া চ্যালেঞ্জে কাঁপুনি তৃণমূলে
তিনি বলেন, কেউ কেউ অন্য দলেরও থেকে জিতেছেন, তাঁদেরকেও দলে নেওয়া হয়েছে। কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন তাঁরা। যুবনেতা কৌশিক গুণ বলেন, জয়েনিং প্রক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন মেনেই হবে।
English summary
Winning candidates of BJP, Congress and Independent join in TMC in Uttar Dinajpur
Story first published: Sunday, July 30, 2023, 16:31 [IST]