Dengue: মালদাতেও বাড়ছে ডেঙ্গি! আক্রান্তের সংখ্যা ও ব্যবস্থাপনা নিয়ে শাসক-বিরোধী চাপানউতোর | Dengue: Cases increasing in Malda Dist argument counter argument over management dengue

Advertisement

North Bengal

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News

ডেঙ্গি চোখ রাঙাচ্ছে মালদাতেও। এখনও পর্যন্ত জেলায় জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায়ই ৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ওই তথ্যই যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে।

জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় প্রায় ৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এছাড়া প্রতি সপ্তাহে এক থেকে দুইজন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদিও এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এখনও ডেঙ্গির প্রাদুর্ভাব অনেকটাই কম বলে দাবি মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ির।

Dengue

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, গত বছরের তুলনায় এ বছরে জেলায় ডেঙ্গি সংক্রমণ অনেকটাই কম। সাপ্তাহিক এক থেকে দুজন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। মালদা জেলায় বর্তমানে বৃষ্টিপাত অনেকটাই কম। তবে সময়টা বর্ষার হওয়ায় সবাইকেই বিশেষভাবে নজর দিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিও এ বিষয়ে সজাগ রয়েছে।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা জানিয়েছেন, এই মুহূর্তে একজন ডেঙ্গু আক্রান্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসাও যথাযথ চলছে বলেও জানিয়েছেন তিনি।

ইংরেজবাজার পুরসভাও এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন বলে জানিয়েছেন, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেছেন, পুরসভা ডেঙ্গু সজাগ রয়েছে। প্রায় ১৬০ জন কর্মী ডেঙ্গু নিয়ে কাজ করছে। পুরসভা ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভে করছে। তিনি দাবি করেছেন, পুরসভা কোথাও জল জমা করতে দিচ্ছে না।

যদিও ইংরেজবাজার পুরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তরের এই তথ্যকে মানতে নারাজ ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। তিনি জানিয়েছেন, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় ৭৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এটা বলা হয়েছে। কিন্তু তাদের সন্দেহ সরকার এই তথ্য সঠিক দিচ্ছে না। তাঁর দাবি প্রকৃত ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা আরও বেশি।

ইংরেজ বাজারের বিরোধী নেতা দাবি করেছেন, জানুয়ারি থেকে কোনওরকম ভাবে পুরসভার কোনও উদ্যোগ দেখা যায়নি, ডেঙ্গু বিষয়ে সচেতন করতে। তবে কিছুদিন হল দেখা যাচ্ছে। শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা একশো পার হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

  • Dengue: ঘরে ঘরে ডেঙ্গির থাবা, শহরকে ছাপিয়ে এগিয়ে জেলা, কেন এই বিপরীত গতি জেনে নিন
  • Dengue: বর্ষা পড়তেই ডেঙ্গির থাবা, শহর থেকে জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, সচেতনতায় জোর স্বাস্থ্য দফতরের
  • Dengue: দ্রুত ডেঙ্গু থেকে সুস্থ হতে খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি
  • ডেঙ্গুতে রাজ্যে ঠিক কতজনের মৃত্যু! পরিস্থিতিই বা কী? বিধানসভাতে বিবৃতি দিয়ে জানালেন মমতা
  • স্বাস্থ্যমন্ত্রীর জবাব চাই, ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজ, শুভেন্দুর নেতৃত্বে বিধানসভায় ওয়াক আউট বিজেপির
  • উদ্বেগজনক রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি! অবস্থা বুঝে ১৪ দফা নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
  • ‘মেয়র তুমি গদি ছাড়ো’, ডেঙ্গু সংক্রমণের প্রতিবাদে বিজেপি যুব মোর্চা
  • ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পরিদর্শনে মেয়র, চেতলায় বহুতলে জমা জল দেখে গ্রেফতারের নির্দেশ ফিরহাদের
  • ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত তিন, বাংলায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁইছুঁই
  • ‘করোনার থেকেও খারাপ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি’, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু
  • ডেঙ্গুর প্রবল সংক্রমণ অসমের এই জেলায়, সুরক্ষার স্বার্থে বন্ধ হল স্কুল-পাঠশালা
  • ডেঙ্গু নিয়ে বিজেপির পুরসভা অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি, আটক অগ্নিমিত্রা সহ একাধিক নেতা

English summary

Dengue: Ruling party and opposition in argument over number and management of dengue cases in Maldah district

Story first published: Sunday, July 30, 2023, 17:24 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।