বিজেপির সঙ্গে আঁতাতেই ভাইপো বিদেশে! তৃণমূল নিয়ে অবস্থান স্পষ্ট করে রাজ্যে কর্মসূচি ঘোষণা মহঃ সেলিমের | CPIM state secretary Md salim says there is not any electoral alliance with TMC in West Bengal

Advertisement

West Bengal

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News
Advertisement

ব্যাঙ্গালোরে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মঞ্চে থাকা নিয়ে বিজেপি বামেদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে। তবে পরিস্থিতি সম্পর্কে যে তিনি ওয়াকিবহাল তা স্পষ্ট করে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।

এদিন তিনি বহরমপুরে সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যে তৃণমূলের সঙ্গে বামেদের কোনও নির্বাচনী জোট হয়নি। উপরন্তু, তৃণমূলের সঙ্গে বিজেপির একটি গোপন আঁতাত রয়েছে। তাই ভাইপো আজ বিদেশে চলে গিয়েছে বলেও মন্তব্য করেছেন সেলিম। অন্যদিকে যাঁরা বিজেপির সঙয্গে চলে গিয়েছে, তাঁরা যাতে ফেরত আসে সেই চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 Md salim

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সেলিম বলেন, দেশের অর্থনীতিকে ভেঙে ফেলেছে এই বিজেপি। দেশে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর ইস্যুতে সংসদে মুখ খুলতে না চাওয়ায় কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক।

তিনি বলেন, বিজেপি মণিপুরে কিংবা সারা দেশে যা করছে, তা এই রাজ্যে করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে যেমন বাম ও কংগ্রেস কর্মীদের ওপরে হামলা হচ্ছে, তেমনই মহিলাদের অসম্মান করা হচ্ছে। সেলিম বলেছেন, তৃণমূল রাজ্যকে বিরোধী শূন্য করতে চায়। এব্যাপারে মুর্শিদাবাদে দলের দুই কর্মী খুনের কথাও উল্লেখ করেন তিনি।

গোটা রাজ্যে সব বোমা উদ্ধার করা হয়নি তাই আজকে বোমা বিস্ফোরণ হচ্ছে বলেও মন্তব্য করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তিনি অভিযোগ করেন, আজকে তৃণমূলের মদতে এই বোমা বিস্ফোরণ ঘটনা চলছে। কেন তৃণমূল করতে গিয়ে অনেক লোক খুন হল এগুলো কি তৃণমূল নেতৃত্ব দেখছে না, প্রশ্ন করেন তিনি।

রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেও কটাক্ষ করেন তিনি। সেলিম বলেন, একটা সময়ে তিনি মুখ্যসচিব ছিলেন। এখন তাঁকে প্রতিদিনই হাইকোর্টে ছুটতে হচ্ছে। অন্যদিকে তিনি বিডিওদের নিয়ে বলেন, সরকার বলেই দিচ্ছে, বিডিওরা অন্যায় করতে থাকুন, সরকার পাশে থাকবে।

Suvendu Adhikari: মমতার আছে চার 'ডেঙ্গি বিশেষজ্ঞ'! 'অষ্টম আশ্চর্য' তৃণমূলের পরিণতি নিয়ে সতর্ক করলেন শুভেন্দু Suvendu Adhikari: মমতার আছে চার ‘ডেঙ্গি বিশেষজ্ঞ’! ‘অষ্টম আশ্চর্য’ তৃণমূলের পরিণতি নিয়ে সতর্ক করলেন শুভেন্দু

রাজ্যে অগাস্ট মাস জুড়ে খাদ্যের দাবি এবং কাজের দাবিসহ একাধিক দাবিতে ভোট লুট হওয়ার প্রতিবাদে আন্দোলনে নামার কর্মসূচির কথাও জানিয়েছেন। সেলিম বলেছেন, বামফ্রন্ট গণতান্ত্রিক অধিকার বজায় রাখতেই আন্দোলনে নামতে চলেছে।

তিনি এদিন সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মৃত সিপিআইএম কর্মী রেন্টু শেখ-এর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারের হাতে রাজ্য ও জেলায় নেতৃত্বের তরফে অর্থ সাহায্যও তুলে দেন। পরে বাড়ির সামনে পথ সভা করেন মহঃ সেলিম ।

Suvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দুর 'দুসরা'য় পঞ্চায়েত সমিতিতে বাজিমাত? নয়া চ্যালেঞ্জে কাঁপুনি তৃণমূলেSuvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দুর ‘দুসরা’য় পঞ্চায়েত সমিতিতে বাজিমাত? নয়া চ্যালেঞ্জে কাঁপুনি তৃণমূলে

English summary

Targeting Mamata Banerjee and Abhishek Banerjee CPIM state secretary Md salim says there is not any electoral alliance with TMC in West Bengal

Story first published: Sunday, July 30, 2023, 17:29 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।