West Bengal
oi-Sanjay Ghoshal
কংগ্রেস ও সিপিএম পঞ্চায়েত গঠনের জন্য বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। সুকান্ত মজুমদারের এমন দাবির পর তাঁকে একহাত নিলেন কুণাল ঘোষ। পঞ্চায়েত নির্বাচনেও যে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট করে তাঁরা ভোটে লড়েছেন তা প্রমাণ করে দিলেন নিজেই। এখন বোর্ড গঠন করতে কংগ্রেস ও সিপিএমের অপেক্ষায় রয়েছে বিজেপি।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি রাজ্য সভাপতিক এই কথাই প্রমাণ করে, বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে, বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে এবং মানুষ ভোট দিতে পেরেছেন। তাই তো কোথাও কোথাও বিরোধী পঞ্চায়েত গঠন করতে পারছেন। এটাই স্বাভাবিক। আবার কোথাও কোথাও বিজেপির প্রতি মানুষের আস্থা নেই, সেখানে বিজেপি বোর্ড গঠন করতে পারছে না।

বিজেপির সঙ্গে আঁতাতেই ভাইপো বিদেশে! তৃণমূল নিয়ে অবস্থান স্পষ্ট করে রাজ্যে কর্মসূচি ঘোষণা মহঃ সেলিমের
কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদাররা কাচের ঘরে বসে বসে ঢিল মারছেন। যাঁকে সিপিএম, কংগ্রেস তো বটেই বিজেপি পর্যন্ত চোর বলেছিল, সেই নারদ অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে দলে নিয়েছে। তারপর সুকান্ত মজুমদারের মুখে এসব কথা শোভা পায় না।
সুকান্ত মজুমদার মণিপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য পেশ করেছেন, তা নিতান্তই হাস্যকর। মণিপুরকে শান্ত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ছিল। সেখানকার রাজ্য সরকার কয়েক মাস ধরে ব্যর্থ। বিজেপি ব্যর্থ, তাদের সব সঙ্গীরা ব্যর্থ, ব্যর্থ কেন্দ্রীয় বাহিনীও।
সুকান্ত মজুমদার ব্লক সভাপতি হওয়ার যোগ্য নন। তাঁকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়েছে। অতএব ওনার কথা ধর্তব্যের মধ্যে পড়ে না। কলকাতা পুরসভা এবং রাজ্যের স্বাস্থ্য দফতর যা যা করণীয় সমস্তরকমভাবে চেষ্টা করা হচ্ছে। ডেঙ্গি নিয়ে নাগরিকদের সচেতন কররা আবেদন জানানো হচ্ছে। এ বিষয়ে তাঁর মন্তব্য না করাই ভালো।

কুণাল বলেন, আমরা পশ্চিমবঙ্গেই আছি, মঙ্গল গ্রহ থেকে আসিনি। ভিডিওতে কার কী ভূমিকা ছিল, পুলিশের কী ভূমিকা ছিল, নির্বাচনের নামে আগে কী প্রহসন হত, এসব আমরা জ্ঞান হওয়া থেকে দেখে এসেছি। ফলে দু-একটা অভিযোগে সামনে রেখে যা করা হচ্ছে এসব সাধারন মানুষের কাছে হাস্যকর।
তিনি আরও বলেন, যখানে ত্রিশঙ্কু হয়েছে, খুব স্বাভাবিক সেখানে নাটকীয় প্রবণতা বেশি থাকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটার দেশের সরকারে হোক, রাজ্য সরকারে হোক, স্থানীয় প্রশাসনেও হতে পারে। সেইসব জায়গায় একটু কৌতুহল বেশি থাকে। তাই পঞ্চায়েতেও কিছু জায়গা নিয়ে কৌতুহল রয়েছে।
Suvendu Adhikari: মমতার আছে চার ‘ডেঙ্গি বিশেষজ্ঞ’! ‘অষ্টম আশ্চর্য’ তৃণমূলের পরিণতি নিয়ে সতর্ক করলেন শুভেন্দু
English summary
Kunal Ghosh takes on Sukanta Majumdar over Panchayat building with Congress and CPM
Story first published: Sunday, July 30, 2023, 19:34 [IST]