Stuart Broad retirement: জিমি হলেন না ব্রড, অ্যাশেজে তুখোড় ফর্মে থাকার মধ্যেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

Advertisement

ওভালে নাটকীয় দিনের শেষটা আরও নাটকীয় করে তুললেন স্টুয়ার্ট ব্রড। পঞ্চম অ্য়াশেজ টেস্টের তৃতীয় দিনের শেষে ব্রড জানিয়ে দিলেন যে এটাই তাঁর শেষ টেস্ট হতে চলেছে। ওভালের টেস্ট মিটলেই সবধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছে বলে জানিয়ে দেন ৩৭ বছরের ব্রড। যিনি আপাতত ৬০২টি উইকেট নিয়ে টেস্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার পাঁচ নম্বরে আছেন। যে উইকেটের সংখ্যাটা আরও বাড়ানোর শেষ সুযোগ পাবেন। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবারের মতো বল হাতে নামবেন তারকা ইংরেজ পেসার। যিনি বুঝিয়ে দিলেন যে জেমস অ্যান্ডারসনের মতো পরিণতি চান না। বরং তুখোড় ফর্মে থাকতে থাকতেই ক্রিকেটকে বিদায় জানাতে চান। আর সেটাই করছেন।

আরও পড়ুন: ENG v AUS Alzheimer’s Awareness: ভুল জার্সি পরে মাঠে নামলেন সব ইংরেজ প্লেয়ার, এটা কী হল অ্যাশেজে? কারণটা জানেন?

শনিবার ওভালে তৃতীয় দিনের খেলার শেষে অ্যাশেজের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টসে ব্রড বলেন, ‘আগামিকাল (রবিবার) বা সোমবার আমার ক্রিকেট কেরিয়ারের শেষদিন হতে চলেছে। এই যাত্রাটা দুর্দান্ত ছিল। নটিংহ্যামশায়ার (ব্রডের কাউন্টি ক্লাব) এবং ইংল্যান্ডের ব্যাজ পরে মাঠে নামতে পারায় অত্যন্ত গর্বিত বোধ করছি। আমার কেরিয়ারে আমি যতটা ক্রিকেটকে উপভোগ করেছি, এখন তার থেকেও বেশি করছি। এই দুর্দান্ত সিরিজের অংশ হতে পেরেও ভালো লাগছে। আমি সবসময় শীর্ষে থেকে অবসর নিতে চেয়েছিলাম।  এই সিরিজটা অত্যন্ত উপভোগ্য সিরিজ হয়েছে।’

(বিস্তারিত পরে আসছে)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।